ETV Bharat / business

Disney Lays Off 7000 Employees: ওটিটি প্ল্যাটফর্মে কমছে দর্শক, 7 হাজার কর্মী ছাঁটাই করল ডিজনি !

author img

By

Published : Feb 9, 2023, 2:28 PM IST

7 হাজার কর্মী ছাঁটাই করল ডিজনি (Disney Lays Off 7000 Employees) ৷ সংস্থার ওটিটি প্ল্যাটফর্মে দর্শক কমাতেই এই পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে ৷

Disney Lays Off 7000 Employees as Streaming Subscribers Decline
প্রতীকী ছবি

সান ফ্রান্সিসকো, 9 ফেব্রুয়ারি: ফেসবুক, টুইটার, মাইক্রোসফট, গুগলের পর এবার ডিজনি ! আবারও নামী আন্তর্জাতিক সংস্থার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে কর্মহীন হাজার হাজার মানুষ ৷ বুধবার ডিজনি মোট 7 হাজার কর্মীকে ছাঁটাই করেছে (Disney Lays Off 7000 Employees) ৷ উল্লেখ্য, গত বছরই ডিজনির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সংস্থার নয়া সিইও বব ইগার ৷ তাঁর দায়িত্ব গ্রহণের পর এখনও পর্যন্ত 7 হাজারের এই কর্মী ছাঁটাই সংস্থার সবথেকে বড় পদক্ষেপ ৷ সংস্থার ওটিটি প্ল্যাটফর্মে দর্শক কমাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

তথ্য বলছে, এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি যথেষ্ট টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এদিকে, করোনা অতিমারির সময় বিভিন্ন সংস্থা বহু নতুন কর্মী নিয়োগ করেছিল ৷ কিন্তু, এখন সেই বিপুল সংখ্যক কর্মীর ভার বহন করতে রাজি নয় সংস্থাগুলি ৷ সেই কারণেই গণহারে ছাঁটাই চলছে ৷ একের পর এক মার্কিন প্রযুক্তি সংস্থা এই পদক্ষেপ করছে ৷ এবার একই পথে হাঁটল ডিজনিও ৷

আরও পড়ুন: আর্থিক মন্দার কোপ ! 11 হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

প্রসঙ্গত, এর আগে ডিজনির সিইও বব ইগার বলেছিলেন, "আমি মোটেও এই সিদ্ধান্তকে হালকাভাবে নিতে চাই না ৷ সারা পৃথিবীতে আমাদের প্রতিভাবান কর্মীরা যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের কাজ করেন সেটাকে আমি অত্যন্ত সম্মান করি ৷ আমি তাঁদের সকলের প্রশংসা করি ৷" সম্প্রতি ডিজনি কর্তৃপক্ষ তাদের এবারের ত্রৈমাসিক আয়ের হিসাব প্রকাশ্যে এনেছিল ৷ তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন বব ৷

ডিজনির 2021 সালের বার্ষিক রিপোর্ট বলছে, ওই বছরের 2 অক্টোবর পর্যন্ত তারা সারা পৃথিবীতে মোট 1 লক্ষ 90 হাজার কর্মী নিয়োগ করেছিল ৷ তাঁদের মধ্যে 80 (আশি) শতাংশই সর্বক্ষণের কর্মী ৷ এদিকে, এর মধ্যেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত তিনমাসে ডিজনি-হটস্টারের দর্শক সংখ্যা কমে সর্বনিম্ন হয়েছে ৷ সংস্থার হাতে আসা তথ্য বলছে, ব্যয়ভার কমাতেই ওটিটি প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশনে খরচ কমাচ্ছেন গ্রাহকরা ৷ তার জেরে দর্শকসংখ্য়ায় বিপুল পতন হচ্ছে ৷ যার ফল ভোগ করতে হচ্ছে সংস্থাগুলিকেও ৷ তাদের ব্যবসায় ভাটা পড়ছে ৷ গত 31 ডিসেম্বর ডিজনির গ্রাহক সংখ্যা আগের তিনমাসের তুলনায় 168.1 মিলিয়ন কমেছে ৷ তবে, এই পতন যে আসছে, তা আগেই অনুমান করা হয়েছিল ৷ যার জেরে ডিজনির শেয়ারদরে এর বিশেষ কোনও প্রভাব পড়েনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.