Microsoft set to Lay Off: আর্থিক মন্দার কোপ ! 11 হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

author img

By

Published : Jan 18, 2023, 10:43 PM IST

Microsoft to lay off Nearly 11 Thousand Employees to Reduce Workforce

আর্থিক মন্দার জেরে 5 শতাংশ কর্মক্ষমতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট (Microsoft to Reduce Workforce) ৷ যার জেরে কাজ হারাবেন প্রায় 11 হাজার কর্মী (Nearly 11 Thousand Employees) ৷

ওয়াশিংটন, 18 জানুয়ারি: চলতি সপ্তাহ থেকেই ছাঁটাই পর্ব শুরু করতে চলেছে মাইক্রোসফট (Microsoft to Reduce Workforce) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ সেই দাবি সত্যি হলে বলতে হবে, আগামী কয়েক দিনের মধ্য়েই প্রায় 11 হাজার কর্মীকে (Nearly 11 Thousand Employees) ছাঁটাই করতে চলেছে বিল গেটসের সংস্থা ৷ বলা হচ্ছে, বিশ্বব্যাপী তৈরি হওয়া আর্থিক মন্দার জেরেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ এই প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে ৷ এই পরিস্থিতি মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট ৷"

এমন খবরে স্বাভাবিকভাবেই ঘুম ছুটে গিয়েছে সংস্থার কর্মীদের ৷ কাকে যে আর্থিক মন্দার বলি হতে হবে, তা নিয়েই চলছে জোর জল্পনা ৷ বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সবথেকে আগে কাঁচি চালানো হতে পারে মানব সম্পদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ক্ষেত্রে মাইক্রোসফটের এই ছাঁটাই পর্ব সাম্প্রতিক সময় অন্যতম বড় পদক্ষেপ হতে চলেছে ৷ যা একসঙ্গে বহু মানুষকে প্রভাবিত করবে ৷

আরও পড়ুন: এয়ারব্যাগে ত্রুটি ! 17 হাজারেরও বেশি গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি

অন্যদিকে, আশঙ্কার প্রহর গুণছেন আরও দুই নামী সংস্থার কর্মী ও আধিকারিকরা ৷ অ্য়ামাজন এবং মেটার পক্ষ থেকেও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আগামী দিন তারা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ৷ কারণ, বাজারের চাহিদা কমছে ৷ এই অবস্থায় সংস্থার পক্ষে অতিরিক্ত কর্মীর বোঝা বহন করা সম্ভব নয় ৷ তাই সামগ্রিকভাবে সংস্থার স্বার্থেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, মাইক্রোসফটে সব মিলিয়ে কাজ করেন 2 লক্ষ 20 হাজারেরও বেশি মানুষ ৷ তার মধ্যে শুধমাত্র আমেরিকাতেই নিযুক্ত রয়েছেন প্রায় 1 লক্ষ 22 হাজার কর্মী ৷ বাকি কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের নানা প্রান্তে ৷ এর মধ্যে ভারতে কর্মরত রয়েছেন প্রায় 18 হাজার কর্মী ৷ সূত্রের খবর, বর্তমান প্রেক্ষাপটে মোট কর্মক্ষমতার 5 শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ ৷ অর্থাৎ, সব মিলিয়ে প্রায় 11 হাজার মানুষ আগামী কিছুদিনের মধ্যেই কর্মহীন হয়ে পড়বেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.