ETV Bharat / business

Union Budget 2022: অপরিবর্তিত আয়কর কাঠামো, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

author img

By

Published : Feb 1, 2022, 1:07 PM IST

Updated : Feb 1, 2022, 2:00 PM IST

ব্যক্তিগত আয়কর কাঠামো (Union Budget 2022) অপরিবর্তিত রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (No changes in income tax slabs) ৷ তবে আয়কর রিটার্নে অসঙ্গতি সংশোধনে দু‘বছর সময় দিয়েছেন তিনি ৷

Union Budget 2022: No changes in income tax slabs, Tax deduction limit on NPS increased to 14% for state government employees
অপরিবর্তিত আয়কর কাঠামো, সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করল না কেন্দ্রীয় সরকার (No changes in income tax slabs) ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on income tax slabs) ঘোষণা করেছেন যে, ব্যক্তিগত আয়কর মকুবের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকছে ৷

আরও পড়ুন: Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন তিনি (Union Budget 2022) ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমতা রেখে ন্যাশনাল পেনশন স্কিমে জমানো অর্থের উপর কর ছাড়ের সীমা 10 শতাংশ থেকে বাড়িয়ে 14 শতাংশ করার প্রস্তাব দিয়েছেন সীতারমন ৷

আরও পড়ুন: Budget 2022 : কৃষি এবং কৃষকদের জন্য বিশেষ ভাবনা বাজেটে

করদাতাদের আরও একটি স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ অনেক সময়ই আয়কর রিটার্নের ক্ষেত্রে নানা অসঙ্গতি সংশোধনে কালঘাম ছোটাতে হয় করদাতাদের ৷ বাজেট বক্তৃতায় নির্মলা জানিয়েছেন, এ বার থেকে আপডেটেড আয়কর রিটার্ন 2 বছরের মধ্যে জমা দিলেই চলবে ৷ এই রিটার্নগুলির ক্ষেত্রে সরকার এককালীন একটি সময় দেবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড় দিয়েছেন ৷ তাঁদের বাবা-মা অথবা অভিভাবক বিমা পেতে পারেন বলে জানিয়েছেন সীতারমন ৷ বিশেষ ভাবে সক্ষমরা 60 বছর হলে তাঁদের বাবা-মা বা অভিভাবক বিমা থেকে বার্ষিক এবং এককালীন যে অর্থ আজীবন পাবেন, তাতে কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: Union Budget 2022 : বাজেটে এলআইসি'র শেয়ার বিক্রির ঘোষণা অর্থমন্ত্রীর

এ ছাড়াও কর্পোরেট সারচার্জ 12 শতাংশ থেকে কমিয়ে 7 শতাংশ করার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমন ৷ কোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পত্তি ট্রান্সফারের জন্য 30 শতাংশ কর দিতে হবে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Feb 1, 2022, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.