ETV Bharat / business

দ্বাদশ রাজ্য হিসেবে রাজস্থানে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের সফল রূপায়ণ

author img

By

Published : Feb 17, 2021, 10:18 PM IST

Updated : Feb 17, 2021, 10:27 PM IST

দ্বাদশ রাজ্য হিসেবে রাজস্থানে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের সফল রূপায়ণ
দ্বাদশ রাজ্য হিসেবে রাজস্থানে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের সফল রূপায়ণ

‘এক দেশ, এক রেশন কার্ড’ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে লাগু করা এই প্রকল্প সফল ভাবে রূপায়িত হল রাজস্থানে ৷ গণবণ্টন ব্যবস্থায় সংস্কার করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : ‘এক দেশ, এক রেশন কার্ড’ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে লাগু করা এই প্রকল্প সফল ভাবে রূপায়িত হল রাজস্থানে ৷ গণবণ্টন ব্যবস্থায় সংস্কার করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ৷

আর সারা দেশের মধ্যে দ্বাদশ রাজ্য হিসেবে সাফল্য অর্জন করল রাজস্থান ৷ এর আগে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ এই সাফল্য অর্জন করতে পেরেছে ৷ এর ফলে ওই রাজ্যগুলিকে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে 33440 কোটি টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ৷

এর অধীনে রাজস্থান মুক্ত বাজার থেকে কেনার জন্য 2731 কোটি টাকার আর্থিক সম্পদ ব্যবহারের সুযোগ পেয়ে গেল ৷ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার থেকে এই বিষয়ে অনুমতিও চলে এসেছে ওই রাজ্যের হাতে ৷

‘এক দেশ, এক রেশন কার্ড’ হল নাগরিকদের কথা মাথায় রেখে তৈরি করা একটি সংস্কারমূলক কর্মসূচি ৷ এর প্রয়োগের মাধ্যমে উপভোক্তাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (এনএফএসএ)-এর অধীনে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের যে কোনও রেশন দোকান থেকে নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারেন, তার ব্যবস্থাও এই আইনের মাধ্যমে করা হয়েছে ৷

এই সংস্কারের ফলে সুবিধা হল পরিযায়ী জনসংখ্যার ৷ বিশেষ করে যাঁরা শ্রমিক, দিন মজুর, শহরাঞ্চলে যে গরিবরা থাকেন, তাঁদের খুব সুবিধা হল ৷ এর মধ্যে রয়েছেন, যাঁরা আবর্জনা কুড়োন, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের অস্থায়ী কর্মী, পরিচারকের কাজ করেন যাঁরা ৷ এই মানুষগুলি কাজের জন্য মাঝে মধ্যেই জায়গা পরিবর্তন করেন ৷ ফলে তাঁরা খাদ্য সুরক্ষার অধীনে আত্মনির্ভর হতে পারবেন ৷

এর জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে ৷ পরিযায়ী শ্রমিকরা দেশের যে কোনও ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (ই-পিওএস) রয়েছে এমন রেশন দোকান থেকে নিজের বরাদ্দের রেশন তুলতে পারবেন ৷ এছাড়া উপভোক্তাদের প্রতি পরিষেবা আরও ভালো করার সুযোগ থাকছে এই প্রকল্পের মাধ্যমে ৷ একই সঙ্গে ভুয়ো রেশন কার্ড বাতিলও করতে পারবে রাজ্য সরকারগুলি ৷

আরও পড়ুন : কাল দেশজুড়ে ‘রেল রোকো’ কৃষকদের

এছাড়া আন্তঃরাজ্য রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন, আধার নম্বরের সঙ্গে সংযোগ এবং উপভোক্তার বায়োমেট্রিক যাচাইও বাধ্যতামূলক ৷ এর ফলে রাজ্যগুলিকে তাদের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (জিএসডিপি) থেকে 0.25 শতাংশ নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে, তাহল সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ আর রেশন দোকানগুলিকে স্বয়ংক্রিয় করে তোলা ৷

Last Updated :Feb 17, 2021, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.