ETV Bharat / business

Steps for clearing Debts : ঋণের বোঝা নিয়ে চিন্তিত ? রইল টিপস...

author img

By

Published : Jan 10, 2022, 11:50 AM IST

Steps for clearing Debts
বেড়ে যাচ্ছে ঋণের বোঝা

বেড়ে যাচ্ছে ঋণের বোঝা ? দেখে নিন ঋণ সংক্রান্ত এমন কিছু বিষয় যা আপনার মানসিক চাপ কমিয়ে দিতে অনেকটা সাহায্য করবে (Steps for clearing the loan Burden) ৷

হায়দরাবাদ, 10 জানুয়ারি : আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে না পারলে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় প্রত্যেককেই । টাকা পয়সাj হিসাব ঠিকমত রাখতে না পারলে ঋণজালে জড়িয়ে পড়ার সম্ভাবনাও প্রবল (Steps for clearing the loan Burden) । আপনার ব্যয় আয়ের থেকে বেশি হয়ে গেলেই ঋণের বোঝা বাড়ে এবং একই সঙ্গে বাড়তে থাকে সুদের বোঝাও । দেখে নেওয়া যাক এক্ষেত্রে কী করবেন আর কী করবেন না । দেখে নিন কিভাবে সহজেই পরিশোধ করবেন ঋণ ।

যখনই ব্যয় আয়ের থেকে বেশি হয়ে যায় তখনই সাধারণত মানুষ ঋণ মেটাতে ব্যর্থ হন এবং বহু ক্ষেত্রে পুরোনো ঋণ মেটাতে গিয়ে ফের নতুন করে ঋণ নিয়ে হয় । তখন ঋণের বোঝা অসহ্য হয়ে ওঠে ।

মনে রাখবেন আপনার ঋণ পরিশোধের সমস্ত রেকর্ড সিবিল (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া লিমিটেড)-এ নথিভুক্ত থাকে এবং আপনার ক্রেডিট রেকর্ড যদি খারাপ থাকে তাহলে ভবিষ্যতে নতুন করে ঋণ পেতেও অসুবিধা হবে আপনার । তাই সময় মত ঋণ পরিশোধ করা একান্ত জরুরি । দরকার পড়লে এর জন্য কোনও ভাল বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আপনি ।

মাঝে মাঝে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনাকে ঋণজালে জড়িয়ে দিতে পারে । অনেকের অভ্যাস আছে যা ভাল লাগে তাই কিনে নেওয়ার । তাই ঋণের বিষয়ে সর্বদা সতর্ক থাকুন ৷ কিন্তু আতঙ্কিত হবেন না, আগে চেষ্টা করুন সেই ঋণগুলি মেটাতে যেগুলির সুদের পরিমাণ বেশি । যেমন ক্রেডিট কার্ডে ঋণ যত তাড়াতাড়ি পরিশোধ করা যায় ততই ভাল । দীর্গমেয়াদি ঋণ যেমন গৃহঋণ আপনাকে করের সাশ্রয় দেয় । তাই এই ধরনের ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হন ।

আরও পড়ুন : বছরের শুরুতেই আবার ধার, বাড়ছে রাজ্য সরকারের ঋণের বহর

একইসঙ্গে অনেকগুলি ঋণ নেওয়ার থেকে একটি ঋণ থাকাই কাম্য । চেষ্টা করুন একাধিক ক্রেডিট কার্ড রাখার বদলে একটা পার্সোনাল লোন নেওয়ার । যদি গৃহঋণ দরকার থাকে তাহলে একটি টপআপ ঋণ করে অন্য ঋণগুলি মিটিয়ে ফেলুন । এছাড়া দরকার পড়লে ঋণপ্রদানকারী ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে কিস্তির পরিমাণ কমানোর চেষ্টা করতে পারেন । কিন্তু কখনওই কিস্তি ফেলে রাখবেন না । প্রয়োজনে সোনা বা অন্য কোনও সম্পত্তি বন্ধক রেখেও ঋণ নিতে পারেন । এতে সুদের পরিমাণ কম থাকবে । এমন কিছু স্কিমে বিনোয়োগ শুরু করতে পারেন যাতে রিটার্ন বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.