ETV Bharat / budget-2019

বাজেট 2020 : সেনসেক্স পড়ল 700 পয়েন্টেরও বেশি

author img

By

Published : Feb 1, 2020, 2:30 PM IST

Updated : Feb 1, 2020, 2:38 PM IST

সকালে বাজার খোলার পর থেকেই কখনও বাড়ল আবার কখনও কমল সেনসেক্স । আর বাজেট ভাষণ শেষের পর সবমিলিয়ে সেনসেক্সের পতন হল ৭০০ পয়েন্টেরও বেশি ।

sensex-falls
সেনসেক্স পড়ল 700 পয়েন্ট

মুম্বই, 1 ফেব্রুয়ারি : কেমন হবে বাজেট । এই দোলাচলেই বাজার খোলার পরই প্রথমে বেশকিছুটা পতন হয় সেনসেক্সের । কিন্তু, বাজেট ভাষণ শুরুর সময় কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার । তবে বাজেট ভাষণ এগোনোর সঙ্গে পড়তে থাকে সেনসেক্স । আর শেষ হতেই তা পড়ে যায় 700 পয়েন্টেরও বেশি । নিফটি 220 পয়েন্ট পড়ে ছুঁয়েছে 11 হাজার 750 পয়েন্ট ।

বাজেট পেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর ধীরে ধীরে নামতে শুরু করে সেনসেক্সের সূচক । প্রথমে সাড়ে 12টা নাগাদ সেনসেক্স পড়ে 100 পয়েন্ট । এরপরই LIC ও IDBI-র সরকারি শেয়ার বিক্রির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী । তারপর শেয়ারবাজারে বড়সড় পতন লক্ষ্য করা যায় ।

দুপুর দেড়টা নাগাদ সেনসেক্স পড়ে 400 পয়েন্ট এবং নিফটি পৌঁছায় 11 হাজার 850 পয়েন্টে । বাজেট পেশ শেষ হওয়ার পর সেনসেক্সের পতন ঘটে 708 পয়েন্ট । সূচক গিয়ে দাঁড়ায় ৪০ হাজার ১৫ পয়েন্টে ।

Mumbai, Feb 01 (ANI): Ahead of Union Budget for financial year 2020-21, Market experts are hopeful that government should increase income and cash flow. "Important is how government boost income, we expect on personal income tax some good announcement like increasing the threshold limit of Income tax, and the way there are problems going on in the banks specially the co-operative banks. We are expecting the insurance for the fixed deposit limit should go from one lakh to five lakh, which will give some comfort security to the individual," said a market expert.

Last Updated :Feb 1, 2020, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.