ETV Bharat / briefs

রায়গঞ্জে বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Jun 25, 2020, 6:30 PM IST

raiganj
raiganj

রায়গঞ্জ ব্লকের বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা এই অবস্থায় পড়ে রয়েছে । বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ।

রায়গঞ্জ, 25 জুন : বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর । বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নোয়াপাড়া গ্রামের এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে । কিন্তু, পঞ্চায়েতের তরফে রাস্তা মেরামতের কোনও উদ্যোগ দেখা যায়নি । জল কাদা জমে যাওয়ায় এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলেই দুর্ঘটনা ঘটছে । জল ও কর্দমাক্ত রাস্তার কারণে একপ্রকার ঘরবন্দী হয়ে পড়ে রয়েছেন নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা ।

প্রশাসনের নজরে আনতেই আজ ওই কর্দমাক্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে নতুন রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা । যদিও বরুয়া গ্রাম পঞ্চায়েতের BJP পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, NRIGS প্রকল্পে এই রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে । BJP সাংসদ কোটার টাকাতেও রাস্তাটি নির্মাণের জন্য পরিকল্পনা করা হয়েছে । সেই পরিকল্পনা রায়গঞ্জ ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে ।

রায়গঞ্জের নোয়াপাড়া গ্রাম থেকে রায়গঞ্জ শহরে আসা কিংবা গ্রাম থেকে পঞ্চায়েত অফিসে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এই রাস্তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে । টোটো, মোটরসাইকেল বা সাইকেল এমন কী পায়ে হেঁটেও নোয়াপাড়ার এই রাস্তা পার হওয়া অসম্ভব হয়ে উঠেছে । বরুয়া গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি বহুবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শুধু ভোট আসলে জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান । ভোট পার হয়ে গেলেই যে অবস্থা সেই অবস্থাতেই পড়ে থাকে গ্রামের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তাটি । তাই বাধ্য হয়ে গ্রামের বাসিন্দারা গ্রামের এই জল কাদা পরিপূর্ণ রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান ।

গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য মানিক বর্মণ জানিয়েছেন, নোয়াপাড়ার এই রাস্তা নতুন করে নির্মাণের জন্য পরিকল্পনা করা হয়েছে । রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে এই রাস্তা নির্মাণের বিষয় নিয়ে তিনি কথা বলবেন । পাশাপাশি গ্রামের মানুষের এই রাস্তা নিয়ে ক্ষোভের সঙ্গে সহমত পোষণ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.