ETV Bharat / briefs

Mathabhanga Child Rape : প্রলোভন দেখিয়ে সাড়ে তিন বছরের খুদেকে ধর্ষণ প্রতিবেশী নাবালকের

author img

By

Published : Jan 19, 2022, 10:06 PM IST

নির্যাতিতা সাড়ে তিন বছরের খুদে । ধর্ষণের অভিযোগ প্রতিবেশী নাবালক দাদার বিরুদ্ধে (Rape allegation against Mathabhanga juvenile) । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায় ।

Mathabhanga Crime News
মাথাভাঙায় শিশুকন্যাকে ধর্ষণ

কোচবিহার, 19 জানুয়ারি : প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে (Rape allegation against Mathabhanga juvenile) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায় এলাকায় । শিশুকন্যার পরিবার মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ করেন ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাড়ে তিন বছরের বাচ্চা মেয়েকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে বছর পনেরোর ওই প্রতিবেশি নাবালক নিজের বাড়িতে নিয়ে যায় । তারপর তাকে ধর্ষণ করে । শিশুকন্যা চিৎকার করলে তার মা ছুটে যান । ছুটে আসেন আশপাশের লোকজনও । সেই সময় শিশুর বাবা বাড়িতে ছিলেন না । শিশুকন্যাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এরপরই শিশুকন্যার পরিবারের লোকজন মাথাভাঙা থানায় পুলিশের দ্বারস্থ হন । ঘটনার পর অভিযুক্ত নাবালক পলাতক । তার খোঁজে তল্লাশি চলছে ।

আরও পড়ুন : Rape in Coochbehar : ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ, জনতা-পুলিশ ধুন্ধুমার ঘুঘুমারিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.