ETV Bharat / briefs

হাথরস বিক্ষোভে 100 কোটির বিদেশি ফান্ডিং; চাঞ্চল্যকর অভিযোগ ED-র

author img

By

Published : Oct 7, 2020, 4:04 PM IST

ED
ED

হাথরসের ঘটনায় বিদেশি ফান্ডিংয়ের অভিযোগ ED-র । আরও অভিযোগ, উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে এই 100 কোটির মধ্যে 50 কোটি টাকা স্পনসর করেছে মরিশাস ।

হাথরস, 7 অক্টোবর : হাথরসের ঘটনায় এবার নতুন মোড় । ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে জাতি বিবাদে উস্কানি বিভিন্ন বিদেশি সংস্থার । জনগণকে প্ররোচিত করতে 100 কোটি টাকা ফান্ডিং করা হয়েছে । এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ED । ED-র আরও অভিযোগ, উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে 100 কোটির মধ্যে 50 কোটি টাকা স্পনসর করেছে মরিশাস ।

ইতিমধ্যেই 'জাস্টিস ফর হাথরস ভিকটিম' (হাথরসের নির্যাতিতার জন্য বিচার) নামের ওয়েবসাইটটি খতিয়ে দেখেছে ED । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, আন্দোলনে উস্কানি দিতে বিদেশি সংস্থার তরফে ফান্ডিং করা হয়েছে ।বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার ।

সূত্রের খবর, হাথরসের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে জাতি বিবাদে উস্কানি দেওয়ার পিছনে যদি বিদেশি ফান্ডিং করা হয়েছে এই সংক্রান্ত কোনও তথ্য-প্রমাণ মেলে, তাহলে ED- র তরফে আর্থিক তছরুপের অভিযোগ তুলে তদন্ত করা হবে ।

ED-র লখনউ জোনের যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে হাথরস পুলিশের তরফে যে FIR করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, IPC-র 153A (বিভিন্ন দলের মধ্যে শত্রুতা প্রচার ) নম্বর ধারায় হাথরস পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছে । যার ভিত্তিতে ED PMLA (প্রিভেনশন অফ মানি লাউন্ডারিং অ্যাক্ট)- এর অধীনে ক্রিমিনাল কেস ফাইল করতে পারে ।

উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, হাথরসের ঘটনায় রাজ্য সরকারের বক্তব্যকে রং চড়িয়ে সোশাল মিডিয়ায় পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.