ETV Bharat / briefs

মিশন নির্মল প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার আধিকারিক

author img

By

Published : Jun 22, 2019, 7:42 PM IST

মিশন নির্মল প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার আধিকারিক

মিশন নির্মল বাংলা প্রকল্পে 1 কোটি টাকা তছরুপের অভিযোগে প্রমোদকুমার সরকার নামে এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ । আজ তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে 7 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।

মালদা, 22 জুন : জনপ্রতিনিধির পর এবার সরকারি আধিকারিক । রতুয়ার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতে মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ কোটি টাকা তছরুপের অভিযোগে এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ । তাঁর নাম প্রমোদকুমার সরকার । আজ তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । ধৃত সরকারি কর্মীর অভিযোগ, শুধু তিনিই নন, এই কাণ্ডে পঞ্চায়েতের আরও অনেকে জড়িত রয়েছেন ।

2017 সালে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান সহ কয়েকজনের বিরুদ্ধে মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় 1 কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে । এই অভিযোগ পেয়ে রতুয়া ১ ব্লকের তৎকালীন BDO অর্জুন পাল তদন্তের নির্দেশ দেন । ২০১৭ সালের ৫ নভেম্বর তিনি তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান সুকেশ যাদব সহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় । পরিস্থিতি বেগতিক দেখে সুকেশ যাদব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । চলতি মাসের 18 তারিখ পুলিশ মহানন্দটোলার শ্যামগোপটোলা গ্রামের বাড়ি থেকে সুকেশবাবুকে গ্রেপ্তার করে । এরপর গতকাল রাতে মালদা শহরের অরবিন্দ পার্ক থেকে রতুয়া থানার পুলিশ ওই গ্রাম পঞ্চায়েতের তৎকালীন এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রমোদকুমার সরকারকে গ্রেপ্তার করে । প্রমোদবাবু বর্তমানে মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত । 10 দিনের হেপাজত চেয়ে আজ প্রমোদবাবুকে আদালতে পেশ করা হলে বিচারক 7 দিনের হেপাজতের নির্দেশ দিয়েছে ।

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের আর্থিক দুর্নীতির বিষয়ে রতুয়া 1 ব্লকের তৎকালীন BDO অর্জুন পাল যে অভিযোগ দায়ের করেছিলেন, তাতে সুকেশ যাদবের সঙ্গে প্রমোদবাবুরও নাম ছিল । তারই ভিত্তিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত প্রমোদবাবু জানান, "BDO এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন । আমি অবশ্য সেই অভিযোগের কোনও কপি পাইনি । গতকাল রাতে পুলিশ বাড়ি থেকে আমাকে গ্রেপ্তার করে । তবে এই ঘটনায় ওই গ্রাম পঞ্চায়েতের আরও অনেকে জড়িত । তাঁদের মধ্যে আমার সহকর্মীরাও রয়েছে ।"

New Delhi, June 22 (ANI): Radhika Apte will be seen essaying World War II heroine, a British spy, in her forthcoming Hollywood film 'Liberte: A Call to Spy'. The 'Shor in the City' actor unveiled her first look from the film a day ago on Instagram. She shared a collage of her alongside a picture of the real Noor Inayat Khan, a spy during the World War II. The film also stars Sarah Meghan Thomas who has also written the script, with Stana Katic, Linus Roache, Rossif Sutherland to name a few. Oscar-nominated director Lydia Dean Pilcher has helmed the film. The forthcoming film based on true incidents is set 75 years ago in World War II when Winston Churchill creates a spy organisation 'SOE' in order to disturb the Nazi war machine. Apart from her stint at the international film industry, Radhika will also be seen alongside Nawazuddin Siddiqui in 'Raat Akeli Hai'. The shooting for the film wrapped up in April.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.