ETV Bharat / briefs

ভোটের পরদিন পুরুলিয়ায় বিস্ফোরণ, মৃত নাবালক

author img

By

Published : May 14, 2019, 5:03 PM IST

Updated : May 15, 2019, 12:10 AM IST

ঘটনাস্থানে CID টিম গিয়েছে

গতকাল পুরুলিয়ার হুডুমদা গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় মহরম মোমিন নামে একজন জখম হয়েছেন । তাঁকে রাঁচির একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে CID টিম গিয়েছে ।

পুরুলিয়া, 14 মে : নির্বাচনের একদিন পরই পুরুলিয়ায় বিস্ফোরণ হল । পুরুলিয়ার বাঘমুন্ডি থানার হুডুমদা গ্রামের ঘটনা । এই ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে । তার নাম শাহিদ (6) । পুলিশের প্রাথমিক অনুমান, বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে । আজ তদন্তে CID-র একটি দল সেখানে গিয়েছে ।

গতকাল গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় শাহিদ ও মহরম মোমিন নামে দুইজন গুরুতর জখম হয় । তাঁকে রাঁচির একটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা শাহিদকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গ্রামবাসীরা পুলিশে খবর দেন । ঘটনাস্থানে গিয়ে পুলিশ বাড়ির যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটি তালাবন্ধ দেখে ।

video
বাড়িটি তালাবন্ধ

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জসিমুদ্দিন মোমিন জানিয়েছেন, "ওই বাড়িতে মহরম মোমিন বিবি ও নাতিকে নিয়ে থাকত । বাড়ির একটি ঘরে গতকাল সন্ধেয় বিস্ফোরণ হয় ।" জেলার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি তালাবন্ধ থাকায় তদন্তে সমস্যা হচ্ছে । আজ ঘটনাস্থানে CID-র একটি দল গিয়েছে ।

দেখুন ভিডিয়ো
Intro:পুরুলিয়া : ঘটনার 24 ঘন্টা পরেও রহস্য কাটলো না l সময় সন্ধ্যার মুখে বাঘমুন্ডি থানার হুড়ুমদা গ্রামে l বিকট শব্ধে বিস্ফোরণের ঘটনা বোমা নাকি পটকা তাও এখনও জানা যায়নি l এমনকি গ্রামের একাংশ বলছেন, ঘটনায় শাহিদ নামে 6 বছর বয়সী এক শিশু মারা গিয়েছে l আহত হয়েছে মহরম মোমিন নামে একজন l তাকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে l পুলিশ ঘটনার তদন্তে গেলে ঘরটি তালাবন্ধ পায় l ফলে এখনও গোটা ঘটনাটি রহস্যাবৃত lBody:স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত কুমার ও তৃণমূল নেতা জসিমুদ্দিন মোমিন জানিয়েছেন, "ওই বাড়িতে মহরম মোমিন তার বৌ ও নাতিকে নিয়ে থাকতো l সেখানে থেকেই সন্ধ্যের মুখে বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে যান l তারা গিয়ে দেখেন ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছে, কিন্তু কেও নেই l" নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বলেন আহত দুজনকে নিয়ে দ্রুত রাঁচির দিকে যান কয়েকজন l রাস্তাতেই শিশুটি মারা যায় l গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে l ওই বাড়িতে যদি বোমা বিস্ফোরণ হয়ে থাকে তদন্ত হওয়া উচিত বলে দাবি গ্রামবাসীদের l অন্যদিকে জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ঘটনার পর ঘরটি তালাবন্ধ থাকায় তদন্তে দেরি হচ্ছে l ঘরটি ঘিরে রেখে পুলিশ lConclusion:রহস্যময় এই ঘটনার তদন্ত করতে মঙ্গলবার বিকেলে হুড়ুমদা গ্রামে পৌঁছে যায় সিআইডি-র একটি দল l বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের পর এরকম রহস্যজনক বিস্ফোরণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে পুলিশ l তবে এখনও পর্যন্ত সিআইডি বিষয়টি নিয়ে মুখ খোলেনি l
Last Updated :May 15, 2019, 12:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.