ETV Bharat / briefs

স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের

author img

By

Published : Jul 12, 2020, 5:05 PM IST

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা বৃদ্ধের । বাঁকুড়ার ওন্দার ঘটনা । পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান ।

Incident of murder at onda bankura
Incident of murder at onda bankura

ওন্দা, 12 জুলাই : স্ত্রী-কে খুন করে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের । বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত মৌচূড়া গ্রামের বাউরি পাড়ার ঘটনা ।

মৃতার নাম দুর্গা বাউরি (48) । স্বামীর নাম নিতাই বাউরি (60) । পেশায় দিনমজুর নিতাই । জানা গেছে, গতকাল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুর্গার মাথায় মুগুর দিয়ে আঘাত করে নিতাই । এরপরই সে বাড়ি থেকে পালিয়ে যায় । চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসে দুর্গার মেয়ে । দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার মা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । রামসাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে মৃতদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

ঘটনার পর থেকেই পলাতক ছিল নিতাই । আজ ভোররাতে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি মাঠে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে । প্রথমে রামসাগর গ্রামীণ হাসপাতাল এবং পরে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী-কে খুন করার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে । পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । যদিও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে ওন্দা থানার পুলিশ । অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.