ETV Bharat / briefs

Fake Call Centre in Saltlake : খাস কলকাতায় প্রতারণার ছক, ধৃত 9

author img

By

Published : Jan 19, 2022, 7:41 PM IST

kolkata
খাস কলকাতায় প্রতারণার ছক

কলকাতার সল্টলেকে ফাঁস হল প্রতারণার ছক (Fake Call Centre busted in Saltlake) । গ্রেফতার হয়েছে 9 জন ।

কলকাতা, 19 জানুয়ারি : খাস কলকাতায় বসেই অস্ট্রেলিয়া, জার্মানি-সহ একাধিক দেশের নাগরিকদের আর্থিক প্রতারণার অভিযোগ উঠল কলকাতার বেশ কয়েকজন প্ররতাকদের বিরুদ্ধে । সল্টলেকে চলছিল এই প্রতারণার কারবার । গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের সেই অফিসে হানা দিয়ে 9 জনকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা (Bidhannagar Cyber Crime Branch arrests fake Call Centre) ।

পুলিশ জানায়, সল্টলেকের সেক্টর 2 এলাকার এ এল ব্লকে অফিস ভাড়া করে চলছিল লোক ঠকানোর কারবার । ব্লকের 31 নম্বর বাড়িতে চলছিল একটি কলসেন্টার । গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন গোয়েন্দারা । 9 জনকে গ্রেফতার করা হয় । কলসেন্টার থেকে 30টি কম্পিউটার, 13টি মোবাইল ফোন, তিনটি রাউটার, তিনটি হার্ডডিস্ক, একটি গাড়ি ও সার্ভার বাজেয়াপ্ত করেছে বিধাননগর সাইবার বিভাগ । কলসেন্টারটির ম্যানেজার অম্বরনীল রায়চৌধুরী রাজারহাট গোপালপুরের বাসিন্দা ।

এই কলসেন্টার থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা চলছিল । পুলিশের অভিযোগ, বিশেষ ধরনের এক মাইক্রো সফটওয়্যার ব্যবহারকারীদের একটি তালিকা তৈরি করত প্রতারকরা । আর সেই লিস্ট ধরেই ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিদেশি নাগরিকদের ফোন করত অভিযুক্তরা । ফোনের মাধ্যমে তাঁদের টেক্সট সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে গিফট কার্ডের মধ্য দিয়ে চলছিল প্রতারণা । এভাবে ইতিমধ্যেই কয়েক কোটি টাকার প্রতারণা করে ফেলেছে অভিযুক্তরা । পুলিশ এখবর পায় গোপন সূত্রে । তারপরই তাদের গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন : Fake Call Center: লেক এলাকায় বেআইনি কল সেন্টারের হদিশ, গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.