ETV Bharat / briefs

কোরোনা আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র

author img

By

Published : Jun 6, 2020, 2:05 PM IST

Coronavirus confirm cases in Howrab
কোরোনা আক্রান্ত হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র

হাওড়া পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়রের দাবি, আমফান পরবর্তী সময়ে তিনি বহু মানুষের সংস্পর্শে ‌এসেছেন । সেখান থেকে তিনি কোরোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন ।

হাওড়া, 6 জুন : কোরোনা ভাইরাসে আক্রান্ত হাওড়া পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী । হাওড়ার সদ্য মেয়াদ উত্তীর্ণ পৌর বোর্ডের ডেপুটি মেয়র পদে ছিলেন তিনি । তাঁঁর পরিবার সূত্রে খবর, পরশুদিন তাঁঁর কোরোনা টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরে তাঁঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি চিকিৎসাধীন ।

হাওড়া পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী কোরোনা আক্রান্ত । বৃহস্পতিবার তাঁঁর করোনা টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাঁঁর চিকিৎসা চলছে । প্রাক্তন ডেপুটি মেয়রের পরিবারের কয়েকজনের শরীরে কোরোনা পজ়িটিভ এসেছে । তাঁঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে । পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারানটিন করে রাখা হয়েছে ।

প্রাক্তন ডেপুটি মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, COVID-19'এ আক্রান্ত হলেও তাঁঁর শরীরে কোনও বাহ‍্যিক উপসর্গ নেই । তা‍ঁঁ‌‍র শারীরিক অবস্থা ভালো । চিকিৎসকরা কিছুদিনের মধ্যে তাঁঁকে ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছেন মিনতিদেবী । পাশাপাশি তাঁর দাবি, আমফানের পরবর্তী সময়ে বহু মানুষ সাহায্যের আশায় তাঁঁর সঙ্গে দেখা করেছেন। তাঁঁদের মধ্যে থেকে কারও দ্বারা কোরোনা সংক্রমিত হতে পারেন বলে তিনি মনে করছেন । তিনি আরও দাবি করেন, তাঁঁর মতো যাঁরা রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করছেন । তাঁঁরা যে কোনও মুহূর্তে সংক্রমিত হতে পারেন । এতে চিন্তার কোনও বিষয় নেই । তিনি সুস্থ হয়ে আবার সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে জানান মিনতি অধিকারী । রেড জো়নে থাকা হাওড়ায় ইতিমধ্যে প্রায় 1,400 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।মৃত্যু হয়েছে প্রায় 50 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.