ETV Bharat / briefs

একদিনে মালদায় কোরোনায় আক্রান্ত 75

author img

By

Published : Jul 14, 2020, 7:03 PM IST

Malda
Malda

একদিনে রেকর্ড সংক্রমণ৷ গত 24 ঘণ্টায় মালদা জেলায় 75 জন কোরোনায় আক্রান্ত হল ৷ জেলায় মোট সংক্রমিত 1 হাজার 195 ।

মালদা, 14 জুলাই : একদিনে রেকর্ড সংক্রমণ মালদা জেলায় ৷ গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে 75 জন । এর মধ্যে মালদা শহরেই সংক্রমিত হয়েছে 25 জন ৷ আক্রান্ত হয়েছেন মালদা থানার 14 জন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার । থানার IC বলেন, এই পরিস্থিতিতেও তাঁরা থানার কাজ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

মালদা জেলায় ক্রমেই বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে 75 জন ৷ এর মধ্যে মালদা থানার 14 জন পুলিশ ও সিভিককর্মী ছাড়াও রয়েছেন DCP (সদর) প্রশান্ত দেবনাথ৷ তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে ৷ এছাড়াও রয়েছেন কালিয়াচক থানার দুই পুলিশকর্মী, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসের কর্মী, জেলাশাসকের দপ্তরের কর্মী, মিলকি স্বাস্থ্যকেন্দ্রের তিন কর্মী সহ অনেকে ৷ পরিস্থিতি মোকাবিলায় আজ থেকে চাঁচল মহকুমার কয়েকটি অংশে কঠোরভাবে লকডাউন জারি করা হয়েছে ৷ ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌর এলাকা, কালিয়াচকের দুটি গ্রাম পঞ্চায়েতেে আজই শেষ হচ্ছে সাতদিনের লকডাউন ৷এর সময়সীমা আরও বাড়ানো হবে কি না তা অবশ্য প্রশাসনের তরফে এখনও জানানো হয়নি ৷

পরিস্থিতি সবচেয়ে খারাপ পুলিশ মহলে ৷ ইতিমধ্যেই প্রায় 150 জন পুলিশ ও সিভিক পুলিশ কর্মী কোরোনায় সংক্রমিত হয়েছেন ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী সব মিলিয়ে জেলায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 195 ৷ মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, “গত 24 ঘণ্টায় থানার মোট 14 জন পুলিশ ও সিভিককর্মীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সংক্রমিতদের বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন ৷ তবে এর মধ্যেও আমরা থানার কাজ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.