ETV Bharat / bharat

Youths Arrest: হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ক্রেডিট, বিলাসবহুল দ্রব্য কিনে গ্রেফতার দুই যুবক

author img

By

Published : Dec 24, 2022, 10:50 PM IST

Updated : Dec 25, 2022, 8:02 PM IST

Youths Arrest
বিলাসবহুল দ্রব্য কিনে কেরলে গ্রেফতার দুই যুবক

ব্যাংকের ভুলে অ্যাকাউন্টে হঠাৎ কয়েক কোটি টাকা (Youths get crores credited to their account by mistake) ৷ সেই টাকা দিয়ে 2.44 কোটি টাকার বিলাসবহুল জিনিস পত্র কিনতেই বিপত্তি ৷ ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে ত্রিশূর থানার পুলিশ ৷

ত্রিশূর(কেরল), 24 ডিসেম্বর: একেই চলছে 'ক্রিসমাস' মরশুম ৷ বর্ষশেষের সপ্তাহ উদযাপনে ব্যস্ত সকলেই ৷ সেই সময়েই যদি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় হাজার নয়, লক্ষ নয়, কয়েক কোটি টাকা ৷ তবে কি আর আনন্দ বাঁধ মানে ? ঠিক যেন 'কুড়িয়ে পাওয়া ষোলো আনা' ৷ এমনটাই ঘটেছে ত্রিশূরের দুই যুবকের সঙ্গে ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ 2.44 কোটি টাকা খরচের পরেই শুক্রবার অভিযুক্ত নিধিন এবং মানু নামে দুই যুবককে গ্রেফতার করেছে ত্রিশূরের সাইবার ক্রাইম শাখার পুলিশ (Cyber Crime police) ৷ অভিযুক্তরা ত্রিশূরের কানজানি এলাকার আরিমবুরের বাসিন্দা ৷

ত্রিশূর পুলিশ সূত্রে খবর, ব্যাংকের গাফলতিতে সম্প্রিত দুই যুবকের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ক্রেডিট হয় ৷ ব্যাংকের পক্ষ থেকে ত্রিশূর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সাইবার ক্রাইম শাখার পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ নিধিন ও মানু নামে দুই যুবকের হদিশ পায় ৷ যাদের অ্যাকাউন্টে একটি ব্যাংক থেকে হঠাৎই কয়েক কোটি টাকা জমা হয়েছে ৷ সেই টাকা থেকে দুই যুবক আইফোন -সহ একাধিক বিলাসবহুল জিনিসপত্র কিনেছেন, ব্যাংকের ঋণ মিটিয়েছেন এবং কিছু টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন ৷ সব মিলিয়ে প্রায় 2.44 কোটি খরচ করেছেন ৷ এছড়াও বিপুল পরিমাণ টাকা 19টি ব্যাংকের 54টি অ্যাকাউন্টে জমা করেছেন ৷ এরপরেই দুই যুবককে গ্রেফতার করে ত্রিশূর থানার পুলিশ ৷

আরও পড়ুন: সাইবার অপরাধীদের ফাঁদ এড়াতে সতর্ক হোন, তবেই বাঁচবে ব্যাংকে গচ্ছিত টাকা

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ব্যাংকে যুবকের অ্যাকাউন্ট ছিল ৷ ব্যাংকের ভুলে এবং সার্ভারের সমস্যার কারণেই ওই যুবকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছিল ৷ তবে অভিযুক্তরা আগে কোনও টাকা জালিয়াতি কাণ্ডে জড়িত না থাকলেও এই ঘটনার সঙ্গে অভিযুক্তদের কোনও যোগ আছে কি না খতিয়ে দেখেছে পুলিশ ৷

Last Updated :Dec 25, 2022, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.