ETV Bharat / bharat

Rajasthan youth murdered : বিবাহিতার সঙ্গে সম্পর্ক, রাজস্থানে যুবককে পিটিয়ে খুন

author img

By

Published : Oct 10, 2021, 5:38 PM IST

বিবাহিতার সঙ্গে সম্পর্ক জড়ানোয় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৷ রাজস্থানের হনুমানগড় জেলার ঘটনা ৷ মৃতের নাম জগদীশ ৷ ইতিমধ্যেই এই ঘটনায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার তিন ৷

Dalit man beaten to death in Rajasthan over love affair
Rajasthan Dalit Murder : বিবাহিতার সঙ্গে সম্পর্ক, রাজস্থানে দলিত যুবককে পিটিয়ে খুন

জয়পুর, 10 অক্টোবর : বিবাহিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রাণ দিতে হল এক যুবককে ৷ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনাটি রাজস্থানের হনুমানগড় জেলার ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার

গোটা ঘটনার জন্য রাজস্থানের কংগ্রেস শাসিত সরকারকেই দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ৷ সরাসরি নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ একটি হিন্দি টুইটে গজেন্দ্র লেখেন, ‘‘রাহুলজি, আপনাকে লখিমপুর খেরি নিয়ে ভাবতে হবে না ৷ ওখানে যোগীজির সরকার রয়েছে, আপনার প্রিয় গেহলটজির নয় ৷ একটু সাহস করে রাজস্থানের প্রেমপুরায় দলিত যুবককে খুনের ঘটনা নিয়ে মুখ খুলুন ৷ যাতে সকলে বুঝতে পারেন, আপনি কত সৎ !’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত 7 অক্টোবর ৷ হনুমানগড়ের প্রেমপুরায় জগদীশ নামে ওই যুবককে পিটিয়ে খুন করা হয় ৷ অভিযুক্তরা জগদীশকে সমানে লাঠি পেটা করতে থাকে ৷ যতক্ষণ পর্যন্ত জগদীশ জীবিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত চলে অত্যাচার ৷ হামলাকারীদেরই একজন গোটা ঘটনা ভিডিয়ো রেকর্ডিং করে ৷ পরে সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ এরপর খুনেরা জগদীশের দেহ তাঁর বাড়ির সামনে ফেলে দিয়ে পালায় ৷ ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ ৷ পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ না করা পর্যন্ত মৃতদেহের সৎকার করতে অস্বীকার করেন পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Varun Gandhi : লখিমপুরের ঘটনাকে হিন্দু-শিখ লড়াই হিসাবে ব্যখ্যার চেষ্টা ভয়ঙ্কর, সরব বরুণ গান্ধি

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাদের মধ্যে মুকেশ, ওমপ্রকাশ ও হংসরাজ নামে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ বাকিদের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশের দু’টি দল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জগদীশ ৷ সেই কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.