ETV Bharat / bharat

Yogi in Delhi to meet BJP leadership : সরকার গঠনের আলোচনায় দিল্লিতে যোগী, বৈঠক মোদি-শাহ-নাড্ডার সঙ্গে

author img

By

Published : Mar 13, 2022, 10:32 AM IST

উত্তরপ্রদেশে সরকার গঠনের নীল নকশা তৈরি করতে দিল্লিতে গেলেন যোগী আদিত্যনাথ (Yogi in Delhi to meet BJP leadership) ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন ৷

UP Govt Formation
সরকার গঠনের আলোচনায় দিল্লিতে যোগী, বৈঠক মোদি-শাহ-নাড্ডার সঙ্গে

নয়াদিল্লি, 13 মার্চ : বিপুল ভোটে জয়ী হয়ে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে উত্তরপ্রদেশে আবারও মসনদে বসছে বিজেপি ৷ উত্তরপ্রদেশে জয়ের পর এ বার পালা সরকার গঠনের ৷ তবে তার আগে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে আজ নয়াদিল্লি সফরে গেলেন যোগী আদিত্যনাথ (Yogi in Delhi to meet BJP leadership) ৷

নয়া মন্ত্রিসভা কী ভাবে সাজানো হবে, কবে হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, সেখানে কাদের আমন্ত্রণ জানানো হবে, এমনই নানা বিষয় নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে আজ দিল্লি সফরে যোগী ৷ সকাল 8টা নাগাদই লখনউয়ের হিন্দোন বিমানবন্দর থেকে রাজধানী উড়ে যান তিনি ৷

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Yogi meet), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করবেন যোগী আদিত্যনাথ ৷ এই নিয়ে পরপর দু বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির ৷ কাজেই এই বার কাজকর্ম শুরুর আগে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ নিয়ে সরকার গঠনের নীল নকশা তৈরি করতে চান যোগী ৷

আরও পড়ুন: Modi-Yogi Equation in BJP : যোগী কি মোদির উত্তরাধিকারী নাকি মাথাব্যাথার কারণ ?

শুক্রবার লখনউয়ের রাজভবনে গিয়ে রাজ্যপাল আনন্দিবেনের কাছে আগের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ পত্র জমা দেন যোগী আদিত্যনাথ ৷ বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে আগামী বছরগুলির জন্য নেতা বেছে নেওয়া হবে ৷ তারপরই হবে মন্ত্রীদের শপথগ্রহণ ৷

প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে গোরক্ষপুর আর্বান থেকে 1 লক্ষ 3 হাজার 390 ভোটে জিতেছেন আদিত্যনাথ ৷ তিনি হারিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী শুভবতী উপেন্দ্র দত্ত শুক্লাকে ৷ গত 37 বছরের ইতিহাসে যোগীই হবেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি উত্তরপ্রদেশের পূর্ণ মেয়াদ মুখ্যমন্ত্রীত্বে থাকার পর ফের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হতে চলেছেন (Yogi Adityanath to discuss govt formation with BJP leadership in Delhi today) ৷

আরও পড়ুন : BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.