ETV Bharat / bharat

Yogi Adityanath on Mafia Raj: 'বিজেপির শাসনে মাফিয়ারাই এখন অস্তিত্ব সঙ্কটে !' মন্তব্য যোগীর

author img

By

Published : Apr 18, 2023, 5:59 PM IST

Updated : Apr 18, 2023, 6:07 PM IST

Yogi Adityanath claims Mafia and Gangsters are in identity crisis during BJP Regime in Uttar Pradesh
যোগী আদিত্যনাথ

আতিক হত্যাকাণ্ডের পর মঙ্গলবার প্রথম উত্তরপ্রদেশে মাফিয়া রাজ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ ৷ সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কী বললেন তিনি ?

যোগী আদিত্যনাথের নিশানায় মাফিয়া রাজ

লখনউ, 18 এপ্রিল: "বিজেপির শাসনে রাজ্য়ের কোথাও মাফিয়া কিংবা গ্য়াংস্টাররা আর সাধারণ মানুষকে ভয় দেখাতে পারে না !" মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ গত শনিবার তিন আততায়ীর গুলিতে খুন হন গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ ৷ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

এদিন লখনউয়ের টেক্সটাইল পার্কে একটি মউ স্বাক্ষরের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগী বলেন, "2012 থেকে 2017 সালের মধ্যে উত্তরপ্রদেশে 700টিরও বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছিল ৷ কিন্তু, 2017 থেকে 2023 সালের মধ্যে এমন আর একটিও ঘটনা ঘটেনি ৷ ফলে এই সময়ের মধ্যে রাজ্যে একবারও কার্ফু বলবৎ করতে হয়নি ৷ এর আগে এই রাজ্য় নিজের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে যেত ৷ কিন্তু, এখন অপরাধী আর মাফিয়ারাই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে ৷ আর তারা ফোনে ব্যবসায়ীদের হুমকি দিতে পারে না ৷ বর্তমানে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত ৷"

এদিকে, আতিক আহমেদ খুনের ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল, নজরদারি দল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ কিন্তু, এই মামলার তদন্তে আরও একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার আর্জি জানানো হয়েছে ৷ এই মর্মে মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে ৷ তাতে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট কমিটির নেতৃত্বে রাখতে হবে শীর্ষ আদালতেরই কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে ৷ মঙ্গলবার আদালত সেই মামলা শুনানির জন্য গ্রহণ করেছে ৷ মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 24 এপ্রিল ৷

আরও পড়ুন: আতিক খুনের তদন্তে গঠিত তিন সদস্যের সিট, আলাদা নজরদারি দল

প্রসঙ্গত, আতিক খুনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত শনিবার রাতে তাঁকে লক্ষ করে অন্তত আটটি গুলি চালানো হয়েছিল ৷ তাঁর মাথা, ঘাড় এবং বুকে গুলির ক্ষত পাওয়া গিয়েছে ৷ ঘটনায় তিন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের দাবি, শুধুমাত্র বিখ্য়াত হওয়ার জন্য এই কাণ্ড ঘটিয়েছে তারা ! এই দাবি কতটা সত্যি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated :Apr 18, 2023, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.