ETV Bharat / bharat

Woman Suicide in Rajasthan: স্বামীর অন্ধবিশ্বাস ও অত্যাচারের জেরে আত্মঘাতী মহিলা !

author img

By

Published : Aug 5, 2023, 3:13 PM IST

Woman Died by Suicide Due to her Husband Superstitious Nature: গুজরাতের রাজকোটে স্বামীর অন্ধবিশ্বাস ও অত্যাচারের কারণে আত্মহত্যা করলেন এক মহিলা ৷ অভিযোগ ওই ব্যক্তি স্ত্রীর শরীরে আত্মা প্রবেশ করেছে, এই বলে রোজ শারীরিক ও মানসিক অত্যাচার করতেন ৷

Woman Died by Suicide in Rajkot ETV BHARAT
Woman Died by Suicide in Rajkot

রাজকোট, 5 অগস্ট: স্বামীর অন্ধবিশ্বাস ও অত্যাচারের জেরে আত্মহত্যা করলেন এক মহিলা ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে ৷ অভিযোগ স্ত্রীর শরীরে আত্মা প্রবেশ করেছে, এই বলে তাঁর উপর অত্যাচার করতেন স্বামী লক্ষ্মণ কলি ৷ আর স্বামীর এই মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যা করেছেন জল্পা নামে ওই মহিলা ৷ ঘটনায় মৃত মহিলার বাবা ভগবানজিভাই বাগথারিয়া পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ অভিযুক্ত লক্ষ্মণ কলিকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, লক্ষ্মণের দ্বিতীয় স্ত্রী জল্পা । তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছিল ৷ আর লক্ষ্মণের প্রথম স্ত্রী মারা গিয়েছেন ৷ 6 মাস আগে রাজকোটের লক্ষ্মণ কলির সঙ্গে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন ভগবানজিভাই ৷ কিন্তু, মাস দু’য়েক আগে হঠাৎই লক্ষ্মণের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন জল্পা ৷ তিনি তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান ৷ ভগবানজিভাই পুলিশে জানিয়েছেন, হঠাৎই একদিন মৃত প্রথম স্ত্রীর ছবি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন লক্ষ্মণ ৷

কিন্তু, এর পর ঘরের মধ্যে ধূপ ও প্রদীপ জ্বালাতে শুরু করেন ৷ এমনকি জল্পার শরীরে প্রথম স্ত্রীর আত্মা ঢুকেছে এই বলে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টাও করেন ৷ বিষয়টি জল্পা তাঁর বাবাকে জানিয়েছিলেন ৷ সেই সময় তিনি জল্পাকে বুঝিয়ে ছিলেন, মানিয়ে নেওয়ার জন্য ৷ কিন্তু, কয়েকদিন পর তাঁর মেয়ে আবারও একই অভিযোগ করেন ৷ এই অবস্থায় জল্পা আত্মহত্যা করেছেন বলে ভগবানজিভাইকে ফোন করে জানান লক্ষ্মণ ৷

আরও পড়ুন: ফিরোজাবাদে পুলিশ আধিকারিক গুলি করে মারল আততায়ীরা

কিন্তু, ভগবানজিভাইয়ের অভিযোগ তাঁর মেয়ের মৃত্যুর জন্য লক্ষ্মণ কলি দায়ী ৷ তাঁর মানসিক ও শারীরিক অত্যাচারের জেরে জল্পা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভগবানজিভাই ৷ পুলিশ লক্ষ্মণ কলিকে গ্রেফতার করেছে ৷ জল্পার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন রাজকোটের পুলিশ সুপার বি বি যাদব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.