ETV Bharat / bharat

SI Shot Dead in Firozabad: ফিরোজাবাদে পুলিশ আধিকারিক গুলি করে মারল আততায়ীরা

author img

By

Published : Aug 4, 2023, 1:52 PM IST

Araon Polic Station SI Shot Dead in Firozabad: তদন্ত সেরে ফেরার পথে ফিরোজাবাদ জেলার আওরভ থানা এলাকার চন্দনপুর ফাঁড়ির এসআই-কে গুলি করল আততায়ীরা ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

SI Shot Dead in Firozabad ETV BHARAT
SI Shot Dead in Firozabad

ফিরোজাবাদ, 4 অগস্ট: এবার যোগী রাজ্যে পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল একদল আততায়ী ৷ বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার আওরভ থানা এলাকার চন্দনপুর গ্রামে ৷ দীনেশ কুমার মিশ্র নামে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিককে সামনে থেকে গুলি করা হয় বলে জানা গিয়েছে ৷ তিনি আওরভ থানার চন্দনপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন ৷ সেই সঙ্গে আরাওন থানায় পোস্টিং ছিল তাঁর ৷ ঘটনার সময় চন্দনপুর গ্রামে একটি পণের মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে একদল আততায়ী গুলি চালায় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ৷

ফিরোজাবাদ জেলার পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ‘‘সাব ইন্সপেক্টর গতকাল রাতে একটি মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ সেই সময় এই ঘটনাটি ঘটে ৷ তাঁকে চন্দনপুর গ্রামের কাছে গুলি করা হয় ৷ গুরুতর অবস্থায় দীনেশ কুমার মিশ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে ৷ দীনেশ মিশ্রের বাড়ি কনৌজ জেলায় ৷ তিনি একটি পণের মামলার তদন্ত সেরে ফিরছিলেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে বুলেটের ক্ষত থেকে অতিরিক্ত রক্তকক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ৷’’

পুলিশ আধিকারিককে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে ৷ আততায়ীদের খোঁজে পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে কোনও বড় সমাজ বিরোধী গোষ্ঠী জড়িত কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আওরভ ও আরাওন থানা এলাকায় পুলিশের বিভিন্ন নেটওয়ার্ককে সক্রিয় করা হয়েছে ৷ কোথা থেকে সেই আততায়ীরা এসেছিল ? সাব-ইন্সপেক্টরকে গুলি করার পর কোথায় গা ঢাকা দিয়েছে ? এই সব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: মহেশতলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এলাকা দখলের লড়াইয়ে চলল গুলি!

নিহত এসআই দীনেশ কুমার মিশ্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় কোন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল ? তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী দলের আধিকারিকরা ৷ এমনকি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কনৌজ জেলায় নিহত এসআই-এর পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.