ETV Bharat / bharat

Woman Cuts Off Finger of Miscreant: ছিনতাই করতে আসা দুষ্কৃতীর আঙুল কেটে নিলেন মহিলা

author img

By

Published : Feb 5, 2023, 10:52 PM IST

গয়না ছিনতাই করতে আসা দুষ্কৃতীর আঙুল কামড়ে কেটে নিলেন মহিলা (Woman Cuts Off Finger of Miscreant) ৷ উত্তরপ্রদেশের কোশাম্বির করারী থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷ পুলিশ ওই ছিনতাইবাজের খোঁজ শুরু করেছে ৷

Woman Cuts Off Finger of Miscreant ETV BHARAT
Woman Cuts Off Finger of Miscreant

কোশাম্বি (উত্তরপ্রদেশ), 5 ফেব্রুয়ারি: গয়না রক্ষা করতে ছিনতাইবাজের আঙুল কেটে নিলেন এক মহিলা ৷ গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোশাম্বি জেলার করারী থানা এলাকায় ৷ ওই মহিলাকে রাস্তায় এক ছিনতাইবাজ লুট করার চেষ্টা করে ৷ তখনই ওই মহিলা দুষ্কৃতীর আঙুল কামড়ে ধরেন এবং কেটে নেন (Woman Cuts Off Finger of Miscreant who Try to Rob) ৷ শনিবার দুষ্কৃতীর কাটা আঙুল নিয়ে করারী পুলিশ স্টেশনে হাজির হন নীতা দেবী নামে ওই মহিলা ৷ সেখানে পুরো ঘটনা পুলিশকে বিস্তারিত জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

তবে, প্রথমটায় মহিলার হাতে কাটা আঙুল দেখে পুলিশ আধিকারিক এবং কর্মীদের চোখ কপালে উঠে গিয়েছিল ৷ পুরো ঘটনা জানার পর, পুলিশ বিভাগও মহিলার সাহসের প্রশংসা করেছে ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে করারী পুলিশ ৷ মায়োহার গ্রামের বাসিন্দা শ্রীচাঁদ রায়দাসের স্ত্রী নীতা দেবী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় মায়োহার বাজার থেকে সবজি কিনে হেঁটে গ্রামে ফিরছিলেন তিনি ৷ নির্জন জায়গায় পৌঁছাতেই এক অজ্ঞাত ব্যক্তি পিছন থেকে তাণকে ধাক্কা দেয় বলে অভিযোগ ৷ আর তাঁরা গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৷

নীতা দেবী পুলিশকে জানিয়েছেন, তিনি জোরে চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্তও তাঁর মুখ চেপে ধরে ৷ এসময় ছিনতাইবাজের আঙুল তাঁর মুখে আটকে যায় ৷ এরপর সাহস দেখিয়ে তিনি ছিনতাইবাজের আঙুল কামড়ে দেন ৷ আর তাঁর মুখে অভিযুক্তের আঙুল রয়ে যায় ৷ আঙুল কেটে কেটে যাওয়ায় অভিযুক্ত ছিনতাইবাজ সেখানে ছটফট করতে থাকেন বলে জানান নীতা দেবী ৷ ততক্ষণে আশেপাশের লোকজন সেখানে চলে আসে এবং অভিযুক্ত পালিয়ে যায় ৷

আরও পড়ুন: গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর

এই ঘটনায় মহিলার মুখেও আঘাত লেগেছে ৷ ছিনতাইবাজের সঙ্গে ধস্তাধ্বস্তিতে তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার রাতের ঘটনায় মহিলা ওইদিন আর থানায় জাননি ৷ বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ৷ পরেরদিন শনিবার সকালে তিনি কাটা আঙুল নিয়ে থানায় গিয়েছিলেন ৷ পুলিশ ওই ছিনতাইবাজের খোঁজ শুরু করেছে ৷ আশেপাশের স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে খোঁজখবর শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.