ETV Bharat / bharat

Bihar Triple Murder Case: বিহারে বাড়িতে ঢুকে মহিলা ও তাঁর 2 সন্তানের গলা কেটে খুন

author img

By

Published : Aug 2, 2023, 1:43 PM IST

Updated : Aug 2, 2023, 1:52 PM IST

বিহারের কাটিহার জেলায় বাড়িতে ঢুকে মহিলা এবং তাঁর দুই সন্তানের গলা কেটে হত্যার অভিযোগ ৷ শরীরে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷

Bihar Triple Murder Case ETV BHARAT
Bihar Triple Murder Case

কাটিহার (বিহার), 2 অগস্ট: ধারালো অস্ত্র দিয়ে এক মহিলা এবং তাঁর 2 সন্তানকে খুনের ঘটনায় চাঞ্চল্য ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার বালিয়া বেলোন এলাকার সিংপুর গ্রামে ৷ অভিযোগ, এক মহিলা এবং তাঁর দুই সন্তানের গলা কেটে খুন করা হয়েছে ৷ পুলিশের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মহিলা সফদ জারিন এবং তাঁর 8 বছরের মেয়ে এবং 5 বছরের ছেলের দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁদের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছিল ৷

একই পরিবারের তিনজন খুন: পুলিশ জানিয়েছে বালিয়া বেলোন এলাকার সিংপুর গ্রামের বাসিন্দা ফিরোজ ৷ তিনি দিল্লিতে শ্রমিকের কাজ করতেন ৷ মহরমের সময় বাড়ি ফিরেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, রাতে ফিরোজ দাবি করেছেন, পাশের গ্রামে মহরমের মেলা দেখতে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁর স্ত্রী সফদ জারিন 2 সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন ৷ রাতে ঘুমিয়ে পড়ার পরেই এক বা একাধিক দুষ্কৃতী বাড়িতে ঢোকে ৷ পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে প্রথমে মহিলা এবং তাঁর 2 সন্তানকে পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল ৷ সেই কারণে তাদের গায়ে কেরোসিন ঢালা হয়েছিল ৷ কিন্তু, সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তাঁদের গলা কেটে খুন করা হয় ৷

কী কারণে এই খুন ? খুনের কারণ পুলিশ এখনও জানতে পারেনি ৷ পুলিশের সন্দেহের তালিকায় মহিলার স্বামী ফিরোজও রয়েছেন ৷ পাশাপাশি, অন্য কেউ জড়িত কিনা, তাও পুলিশ খতিয়ে দেখছে ৷ স্থানীয় এসডিপিও প্রেমনাথ রাম জানিয়েছেন, পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানে গিয়ে মহিলা এবং তাঁর 2 সন্তানের দেহ ও আশেপাশে কেরোসিনের অস্তিত্ব পেয়েছেন তাঁরা ৷ সেগুলি নুমনা হিসেবে সংগ্রহ করা হয়েছে ৷ একই সঙ্গে হত্যায় ব্যবহার করা অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে তিন যাত্রী ও সহকর্মীকে গুলি করে খুন আরপিএফ কনস্টেবলের

পুলিশ সূত্রে খবর, কয়েকটি বিষয় নিয়ে তদন্তকারীদের মনে প্রশ্ন রয়েছে ৷ তদন্তকারীরা প্রথমেই জানতে চান, হত্যাকারী বাইরে থেকে এলে ভিতরে ঢুকল কী করে ? পাশাপাশি নারকীয় কাণ্ড ঘটানোর পর খুনে ব্যবহৃত অস্ত্র কেন ঘটনাস্থলেই ফেলে দিয়ে চলে গেল হত্যাকারী ? পুলিশের অনুমান, যে বা যারা এই ঘটনায় জড়িত, তারা পেশাদার অপরাধী নয় ৷ তাহলে, খুনে ব্যবহার করা অস্ত্র ফেলে রেখে যেত না ৷ ঘটনায় মৃত মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷

Last Updated : Aug 2, 2023, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.