ETV Bharat / bharat

Nitish Kumar: বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে বিশ্বাসযোগ্যতাই নীতীশের কাঁটা

author img

By

Published : Aug 9, 2022, 9:23 PM IST

will-nitish-kumar-reliable-for-opposition-parties-as-pm-candidate-in-2024
Nitish Kumar: বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে বিশ্বাসযোগ্যতাই নীতীশের কাঁটা

ফের ভোলবদল নীতীশ কুমারের (Nitish Kumar) ৷ বিজেপির (BJP) সঙ্গ ত্যাগ করে তিনি এবার আরজেডি (RJD) ও কংগ্রেসের (Congress) হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷ প্রশ্ন উঠছে, তিনি কি বিরোধী শিবিরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী (Prime Ministerial Candidate) হতে চান ?

কলকাতা, 9 অগস্ট : নীতীশ কুমারের (Nitish Kumar) ভোলবদল ৷ মঙ্গলবার দিনভর দেশের রাজনৈতিক চর্চায় এটাই হট টপিক ৷ বিরোধীদের একাংশের মতে, বিজেপির (BJP) সঙ্গ ত্যাগ করে এবার সরাসরি মোদির বিরুদ্ধে সম্মুখসমরে নামতে চাইছেন এই জেডিইউ (JDU) নেতা ৷ তিনি চাইছেন বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী (Prime Ministerial Candidate) হতে ৷

সত্যিই কি তাই! রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) গেরুয়া শিবিরের মুখ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Prime Minister Narendra Modi) হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই ৷ কিন্তু বিরোধী শিবিরের নেতা হিসেবে কে উঠে আসবেন, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), টিআরএসের কে চন্দ্রশেখর রাও (KCR)-সহ একাধিক আঞ্চলিক নেতা রয়েছেন দৌড়ে ৷ আর রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ সেই তালিকায় নীতীশের সংযোজন বিরোধীদের কাছে কি খুব সুখকর হবে ?

যদিও নীতীশকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এদিনই শুরু করে দিয়েছেন জেডিইউ নেতারা ৷ দলের নেতা উপেন্দ্র কুশওয়াহা বলেন, ‘‘ব্যক্তিত্বের বিচারে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নীতিশ কুমার যোগ্য ৷ আমরা আজই দাবি করছি না ৷ কিন্তু তাঁর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ৷’’

মঙ্গলবারই পটনার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ ততক্ষণে সকলে জেনে গিয়েছেন যে বিজেপির সঙ্গে জোট ভাঙছেন নীতীশ ৷ ইস্তফা দিয়ে রাজভবন থেকে সোজা আরজেডির (RJD) সঙ্গে বৈঠক করতে চলে যান তিনি ৷ সেখানে কংগ্রেসও (Congress) ছিল ৷ তার পর বিহারের রাজনীতিতে ফের ‘মহাগঠবন্ধন’ তৈরি হয় ৷ আর সেই মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল বিকেল চারটেয় ফের শপথ নেবেন নীতীশ কুমার ৷

তাই তাঁকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়ে সরব হয়েছে জোটসঙ্গী আরজেডিও ৷ দলের নেতা শরদ যাদব জানান, 2024-এ নীতিশ কুমার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন ৷ নীতীশ অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

তবে তিনি কি বিরোধীদের কাছে আদৌ বিশ্বাসযোগ্য হবেন, মঙ্গলবার এই প্রশ্ন নিয়েও কম চর্চা হয়নি জাতীয় রাজনীতিতে ৷ আর এই প্রশ্ন ওঠার কারণ নীতীশ নিজেই ৷ 2005 সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ৷ তখন তিনি এনডিএ-তে বিজেপির জোটসঙ্গী ৷ 2013 সালে আচমকা তিনি এনডিএ ছাড়েন ৷ বিজেপির সঙ্গ ত্য়াগ করেন ৷ কারণ, সেই সময় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি ৷

2014 সালের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি ৷ প্রধানমন্ত্রী হন মোদি ৷ কিন্তু বিহারে বিজেপিকে জিততে দেননি নীতীশ ৷ ক্ষমতা ধরে রাখতে বিজেপি বিরোধী মহাজোট গড়েন ৷ মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ কিন্তু বছর তিনেকের মধ্যেই তিনি ওই জোট ছেড়ে বেরিয়ে আসেন ৷

মঙ্গলবার যেমন ঘটল, তেমনই 2017-র জুলাইয়ে দুপুরে ইস্তফা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার ৷ সেই সময় তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি ৷ যে আরজেডির সঙ্গে তাঁকে ফের হাত মেলাতে হচ্ছে, সেই দলের নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) নীতিশকে ‘পালটুরাম’ মানে পাল্টিবাজ বলে কটাক্ষ করেছিলেন ৷ গিরগিটির সঙ্গেও তুলনা করেছিলেন ৷ আবার নীতীশও দাবি করেছিলেন, কোনওদিন আরজেডি-কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না ৷

তাই তাঁর বারবার ভোলবদলে বিরোধী শিবিরে যে সন্দেহের বাতাবরণ থাকবে, সেটাই স্বাভাবিক বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ বিজেপির বিরোধীদের কথাতেও তা ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷ শিবসেনার (Shiv Sena) সাংসদ তথা বিজেপি বিরোধী উদ্ধব শিবিরের নেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চতুর্বেদীর কথায়, নীতীশ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকলেও ঘন ঘন রাজনৈতিক সঙ্গী পরিবর্তন তাঁর ভাবমূর্তিকে মলিন করেছে ৷

সেই কারণে নীতীশকে এখনই 2024-এর লোকসভা নির্বাচনে মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে দেখতে নারাজ রাজ্যসভার এই সাংসদ ৷ বরং তিনি বিজেপি বিরোধিতায় অনেক বেশি এগিয়ে রেখেছেন মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) ৷

অন্যদিকে বাম ও তৃণমূল (Trinamool Congress) নীতীশ কুমারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ৷ আর এনসিপি শরদ পাওয়ার (Sharad Pawar) ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে নীতীশকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে রেখেছেন ৷ রাজ্য়সভায় এনসিপির সাংসদ মজিদ মেমন অবশ্য এর সঙ্গে যোগ করেছেন যে বিরোধীদের একমত হয়েই শেষ পর্যন্ত একটি নাম বেছে নেবেন ৷ একই সঙ্গে তিনি নীতীশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ৷ নীতীশ নিজের স্বার্থ ছাড়া আর কারও স্বার্থ বোঝেন না বলেও কটাক্ষ করছে গেরুয়া শিবির ৷ তার সঙ্গে তাদের সাফ কথা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নীতীশের পূরণ হবে না ৷

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.