ETV Bharat / bharat

স্বামীর সঙ্গে চাটনি নিয়ে বিবাদ! আত্মঘাতী বছর পঁচিশের তরুণী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 4:59 PM IST

Updated : Jan 9, 2024, 5:05 PM IST

Unnatural Death in Telengana
Unnatural Death in Telengana

Unnatural Death in Telengana: ভাতে বেশি চাটনি দেওয়া নিয়ে বিবাদ ৷ তার জেরে তেলেঙ্গানায় আত্মঘাতী হলেন এক মহিলা ৷ তাঁর নাম বানোথু চন্দনা ৷ বয়স 25 ৷

হায়দরাবাদ, 9 জানুয়ারি: চাটনি নিয়ে বিবাদের জেরে আত্মহত্যা করলেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার বানজারা হিলস থানা এলাকায় । মৃতের নাম বানোথু চন্দনা (25) ৷ তাঁর বাপেরবাড়ি খাম্মাম জেলার এরুপালেম মণ্ডলে ৷ বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয় ৷ তাঁর স্বামীর নাম রমনা ৷ রমনার বাড়ি কোথাগুড়েম জেলার সুজাতানগর মণ্ডলের গোপাথান্ডা এলাকায় ৷

রমনা চলচ্চিত্র প্রযোজক বন্দলা গণেশের চালক । চন্দনা একটি জুয়েলারি দোকানে কাজ করতেন । তাঁরা দু’জনেই ইন্দিরা নগরের বানজারা হিলস রোড নম্বর 2-এ একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন । রমনার দাবি, রবিবার রাতে বাড়িতে খাওয়ার সময় অতিরিক্ত চাটনি দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রমনার ।

ওই ব্যক্তির আরও দাবি, সোমবার সকালে তিনি কাজে চলে যান ৷ সেখানে যাওয়ার পর তাঁর স্ত্রী চন্দনা তাঁকে একাধিক ভিডিয়ো কল করেন । তিনি ভিডিয়ো কলে কথা না বলায় তাঁর স্ত্রী তাঁকে ফোন করেন ৷ সেই সময় চন্দনা জোরে চিৎকার করে কথা বলতে থাকেন ৷ এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কিও হয় ৷ রমনার দাবি যে চন্দনা আত্মহত্যা করার হুমকি দিয়ে ফোন কেটে দেন ৷

তখনই বিষয়টি নিয়ে সন্দেহ হয় রমনার ৷ তাঁর মনে হয়, সত্যিই যদি আত্মহত্যা করেন চন্দনা ৷ তাই তিনি তখনই বাড়ির মালিককে ফোন করেন ৷ বাড়ির মালিককে তিনি তাঁর বাড়িতে যেতে বলেন ৷ মালিক প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন ততক্ষণে চন্দনা আত্মঘাতী হয়েছেন ৷ চন্দনার পরিবারকে খবর দেওয়া হয় ৷ তাঁরা গিয়ে রমনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ জানায় পুলিশের কাছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ ৷ গ্রেফতার করে রমনাকে ৷

আরও পড়ুন:

  1. ছাত্রকে প্রস্রাব খাইয়ে বেধড়ক মার, যোগীরাজ্যে বর্বরতা পুলিশ-পুত্রের
  2. মা'কে খুন করে দেহ লোপাট, এক বছর পর 'গুণধর' মেয়ের কীর্তি এল সামনে
  3. বিয়ের প্রস্তাবে না, রাগের মাথায় প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিলেন যুবতী!
Last Updated :Jan 9, 2024, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.