ETV Bharat / bharat

Jagdeep Dhankhar meets Amit Shah : দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

author img

By

Published : Dec 22, 2021, 10:54 AM IST

Updated : Dec 22, 2021, 11:16 AM IST

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar meets Amit Shah) ৷

west-bengal-governor-jagdeep-dhankhar-meets-amit-shah
দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

নয়াদিল্লি, 22 ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar meets Amit Shah) ৷ দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ নিজেই টুইটে (Jagdeep Dhankhar tweet) এ কথা জানিয়েছেন রাজ্যপাল (West Bengal Governor) ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে দেখা করতে যাচ্ছেন আজ সকালে তা টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি লেখেন, "আজ সকাল 9.30টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি ৷" পরে শাহী সাক্ষাতের ছবিও টুইট করেন রাজ্যপাল ৷ জানান, বৈঠক হয়েছে ৷

তবে কেন হঠাৎ ধনকড় অমিত শাহের দ্বারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ রাজনৈতিক মহলের ধারণা, কলকাতা পৌর নির্বাচনের প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন রাজ্যপাল ৷ সে দিন ভোটদান করে হিংসা নিয়ে কোনও কথা না-বললেও কমিশনের আচরণে যে তিনি ক্ষুব্ধ তা ঠারোঠোরে বুঝিয়ে দিয়েছিলেন ধনকড় ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, "গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস নির্দেশ জারি করে জানান, পোলিং বুথে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের প্রবেশের অনুমতি রয়েছে ৷ রাজ্যপালের নিরাপত্তা রক্ষীরও সেই অনুমতি নেই ৷ আপনারা দেখেছেন, আমি আইন মেনে আমার নিরাপত্তা রক্ষীদের বুথের বাইরে থাকার নির্দেশ দিয়েছি ৷ সবারই আইন মেনে চলা উচিত ৷"

আরও পড়ুন: Jagdeep Dhankhar on KMC election 2021: আমার দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি নেই, রাজ্যপালের গলায় ক্ষোভের সুর

পৌর নির্বাচনে হিংসার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷ সেই প্রসঙ্গও অমিত শাহের সামনে রাজ্যপাল তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: KMC Election 2021 Results : তৃণমূল সুনামিতে ঝরে গেল পদ্মফুল, ভোট বাড়িয়ে চর্চায় বামেরা

Last Updated :Dec 22, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.