ETV Bharat / bharat

Waris Punjab De: পঞ্জাবে তুলকালাম ! ওয়ারিস পঞ্জাব দে'র সদস্য-পুলিশ সংঘর্ষ, মুক্তি পেলেন তুফান সিং

author img

By

Published : Feb 23, 2023, 10:04 PM IST

Etv Bharat
Etv Bharat

তুফান সিংয়ের মুক্তির দাবিতে পথে নামে ওয়ারিস পঞ্জাব দে সংগঠনের সদস্যরা (Waris Punjab De protest in Amritsar)। সেখানেই তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে । শেষ পর্যন্ত চাপের মুখে তুফান সিংকে মুক্তি দেয় পুলিশ ।

'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অমৃতসর, 23 ফেব্রুয়ারি: পঞ্জাবে তুলকালাম ! উগ্রপন্থী খালিস্তান প্রচারক অমৃতপাল সিংয়ের (Waris Punjab De leader Amritpal Singh) নেতৃত্বে 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ । সংগঠনের অন্যতম সদস্য জেলবন্দি তুফান সিংয়ের মুক্তির দাবিতে পথে নামে সংগঠনের সদস্যরা । সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাদের । ইতিমধ্যেই সংঘর্ষের ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Waris Punjab De protest in Amritsar) ।

তার কয়েকঘণ্টা পরেই অমৃতপাল সিংয়ের সহযোগী এবং সংগঠনের সদস্য লাভপ্রীত তুফানকে মুক্তি দিল রাজ্য পুলিশ । যদিও এসএসপি অমৃতসর জানিয়েছেন, তুফানের মুক্তি 'পঞ্জাব পুলিশের সামনে উপস্থাপন করা প্রমাণের' ভিত্তিতে দেওয়া হয়েছে । তিনি আরও বলেন, "মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে (Waris Punjab De protest Tufan Singh detention) ।"

অমৃতপাল সিং সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগগুলিকে নস্যাৎ করে দেন । তিনি বলেন, "মিথ্যা খবর প্রচার করা হচ্ছে যে পুলিশ কর্মীরা আহত হয়েছেন । বরং আমাদের 10-12 জন আহত হয়েছে । তুফান সিংকে মুক্তি দিতে হবে । আমরা আর 24 ঘন্টাও অপেক্ষা করব না ।" একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই মামলায় এফআইআর দায়ের করা সম্পূর্ণরূপে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' এবং আগামী এক ঘণ্টার মধ্যে মামলা বাতিল না-করলে পরবর্তী যা ঘটবে তার জন্য প্রশাসন দায়ী থাকবে ।

এর আগে, তুফানের আটকের বিরুদ্ধে অমৃতপাল সিং ও তাঁর সমর্থকরা অমৃতসরে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল । জালুপুর খয়রা গ্রাম থেকে মিছিল শুরু হয় । আজনালা থানার সামনে 'ওয়ারিস পাঞ্জাব দে' সদস্যরা জেলবন্দি তুফান সিংয়ের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে । ওয়ারিস পঞ্জাব দে'র সদস্যদের অভিযোগ, জেলের মধ্যে তুফান সিংকে নির্যাতন করা হয়েছে । পুলিশ তাঁকে খালি কাগজে সই করতে বাধ্য করেছে ।

আরও পড়ুন: বিধানসভার দেওয়ালে খালিস্তানি পতাকা, তদন্তের নির্দেশ হিমাচলের মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.