ETV Bharat / bharat

Shelgaon Protest: গ্রামে জলাশয় নয়, সাধারণতন্ত্র দিবসে অনশনে গ্রামবাসীরা

author img

By

Published : Jan 27, 2023, 8:57 AM IST

জল চাই না ৷ হ্যাঁ, এমন আজব ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের শেলগাঁও গ্রামে ৷ সেখানে জলাশয় খননে বিরুদ্ধে ধরনায় বসেছেন গ্রামের বাসিন্দারা (Villagers go on mass hunger strike against lake at Shelgaon in Maharashtra's Nanded) ৷

Sit in Protest in Shelgaon
শেলগাঁও গ্রামে ধরনা

শেলগাঁও (মহারাষ্ট্র), 27 জানুয়ারি: জলের বিরুদ্ধে ধরনা ৷ সাধারণতন্ত্র দিবসে পুরো গ্রামের বাসিন্দারা একজোট হয়ে অনশনে বসলেন ৷ ঘটনাটি মহারাষ্ট্রের শেলগাঁও গ্রামের ৷ তাদের দাবি, গ্রামে একটি বড় জলাশয় খননের অনুমোদন দেওয়া হয়েছে ৷ সেটি বাতিল করা হোক (Shelgaon village in Maharashtra) ৷ কিন্তু হঠাৎ জলের বিরুদ্ধ এমন প্রতিবাদ কেন ?

স্থানীয়দের দুশ্চিন্তা, জলাশয় খনন করলে তাদের ঘরবাড়ি এবং চাষের জমি নষ্ট হয়ে যাবে ৷ সবকিছু হারাতে হবে ৷ নানদেদ জেলার শেলগাঁও গ্রামে 1 হাজার 500 জন মানুষের বসবাস ৷ প্রাথমিকভাবে গ্রামটি কৃষিনির্ভর ৷ চাষবাস করেই দিন চলে সবার ৷ 2021 সালে সেচের জন্য এই গ্রামে একটি বড় জলাশয় খননের অনুমোদন মেলে ৷ কিন্তু এতে চাষের জমি এবং বহু বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই এই পুকুর খনন বন্ধ করতে মাঠে নেমেছে গ্রামবাসী ৷

বুধবার থেকে গ্রামের কোনও বাড়িতে রান্নার স্টোভে আগুন জ্বলেনি ৷ পুরো গ্রাম অনশনে ৷ শেলগাঁও লিমবোটি বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় ৷ তাই এখানে চাষিদের অবস্থা বেশ ভালো ৷ কিন্তু পুকুর তৈরি হলে প্রায় 650 হেক্টর জমি চলে যাবে ৷ 300 জনেরও বেশি কৃষক জমিহারা হবে ৷

আরও পড়ুন: নেই পরিশ্রুত পানীয় জলের পরিষেবা, নদীর জল খেয়ে দিন কাটছে গ্রামের

এছাড়া পুরো গ্রামটাকেই অন্যত্র সরাতে হবে ৷ তাই, গ্রামবাসীরা এই পুকুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ এ নিয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৷ সবাই মিলে এই পুকুর খনন বাতিল করতে বদ্ধপরিকর ৷ এদিকে ঠিক উলটো অবস্থা কান্দাহার তালুকের লোহায় ৷ সেখানে জলের অভাবে খরার প্রকোপ ৷

লোহার বাসিন্দাদের জল ভরার বাসন নিয়ে অনেক দূরত্ব অতিক্রম করতে হয় ৷ শেলগাঁওয়ের বাসিন্দাদের দাবি, যেখানে জলাশয় প্রয়োজন, সরকার সেখানে খনন করুক ৷ যেখানে দরকার নেই, সেখানে নয় ৷ চাষবাস না হলে, তারা কী খাবেন ? প্রশ্ন গ্রামের মানুষদের ৷ এক প্রৌঢ়া লীলাবতী দেবী বলেন, "আমরা কোথায় যাব ? আমরা 10-20 লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছি ৷ সরকার কি আমাদের এই বাড়ি তৈরি করে দিতে পারবে ?"

বেশ সুখে নিশ্চিন্তে দিন কাটছিল সবার ৷ হঠাৎ কোত্থেকে এই ঝামেলা এল ৷ তাদের সন্তানদের ভবিষ্যৎই বা কী হবে, আক্ষেপ শেলগাঁও গ্রামের বাসিন্দাদের ৷ গ্রামের এক তরুণ পাওয়ান ভাদজে বলেন, "কোনও পুকুরের দরকার নেই ৷ সেচের মাধ্যমে 100 শতাংশ চাষবাস হচ্ছে ৷ লোহা-কান্দাহার তালুকে অনেক পাহাড়ি এলাকা আছে ৷ সেখানে জলাশয় তৈরি হোক ৷" আরেক গ্রামবাসী গোবিন্দ দুশ্চিন্তা প্রকাশ করেন, এই জলাশয়ের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি ৷ অথচ মানুষ গ্রামে সমীক্ষা করতে আসছে ৷ এই লেকটা তৈরি হলে, পুরো গ্রামটাই জলের তলায় তলিয়ে যাবে ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পে বরাদ্দ নিয়ে মেয়র ও বিধায়কের তরজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.