Vijay Mallya: বিজয় মালিয়ার 4 মাসের হাজতবাস, 2000 টাকা জরিমানা; সাজা সুপ্রিম কোর্টের

author img

By

Published : Jul 11, 2022, 11:46 AM IST

Updated : Jul 11, 2022, 12:14 PM IST

Vijay Mallya sentenced to four months prison in contempt case

আদালত অবমাননার অভিযোগে চার মাসের হাজতবাস হল বিজয় মালিয়ার (Vijay Mallya)৷ তাঁকে 2000 টাকা জরিমানাও করেছে সুপ্রিম কোর্ট (Vijay Mallya sentenced to four months prison)৷

নয়াদিল্লি, 11 জুলাই: আদালত অবমাননার অভিযোগে চার মাসের হাজতবাস হল লিকার ব্যারন বিজয় মালিয়ার (Vijay Mallya)৷ সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি তাঁকে 2000 টাকা জরিমানাও করা হয়েছে (contempt of court case)৷ 2017 সালের আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Vijay Mallya sentenced to four months prison)৷

আদালতের নির্দেশ অমান্য করে তাঁর সন্তানদের 40 মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিজয় মালিয়াকে ৷ চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার অর্থ জমা করতে বলা হয়েছে ৷ তা করতে না পারলে আরও 2 মাসের হাজতবাস যুক্ত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

বিজয় মালিয়া তাঁর সন্তানদের অ্যাকাউন্টে যে 40 মিলিয়ন ডলার ট্রান্সফার করেছিলেন তার সঙ্গে 8 শতাংশ সুদ যোগ করে চার সপ্তাহের মধ্যে রিকভারি অফিসারকে ফিরিয়ে দিতে বলেছে আদালত ৷ সেই অর্থ ফিরিয়ে দেওয়া না হলে, বিজয় মালিয়ার সম্পত্তি অ্যাটাচ করা হবে বলে জানানো হয়েছে ৷ বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানিয়েছে, "ওই অর্থ ফেরত দেওয়া না হলে, রিকভারি অফিসার সেই অর্থ ফেরত পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারেন এবং সেই প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার ও সব এজেন্সির সহযোগিতা করা উচিত ৷"

আরও পড়ুন: লন্ডনে বিলাসবহুল বাড়ি থেকে উৎখাত হতে পারেন বিজয় মালিয়া

বিজয় মালিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল স্টেট ব্যাংকের নেতৃত্বাধীন ব্যাংকগুলির কনসর্টিয়াম ৷ অভিযোগ ছিল, কর্নাটক হাইকোর্টের নির্দেশ না মেনে ছেলে সিদ্ধার্থ মালিয়া, দুই মেয়ে লিয়ান্না ও তানিয়া মালিয়াকে টাকা পাঠিয়েছিলেন 66 বছরের বিজয় মালিয়া ৷ তাঁর বিরুদ্ধে 9000 কোটি টাকার ব্যাংক ঋণখেলাপির মামলা চলছে ৷ বর্তমানে তিনি ব্রিটেনে আছেন ৷

Last Updated :Jul 11, 2022, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.