ETV Bharat / bharat

ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার মালিয়ার

author img

By

Published : May 18, 2021, 9:16 PM IST

Updated : May 18, 2021, 11:01 PM IST

বিজয় মালিয়ার সম্পত্তি ক্রোকের দিকে আরও একধাপ এগোল এসবিআই ৷

vijay-mallya-loses-bankruptcy-petition-in-uk-high-court
vijay-mallya-loses-bankruptcy-petition-in-uk-high-court

নয়া দিল্লি, 18 মে : ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার হল বিজয় মালিয়ার ৷ এর ফলে মালিয়ার তছরূপ করা অর্থ ও সম্পত্তি ক্রোকের দিকে আরও একধাপ এগোল এসবিআই ৷

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেন বসবাস করছেন ৷ ইতিমধ্যে তাঁর প্রত্যার্পণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার ৷ একাধিকবার সেই বিষয়ে কাজ এগোলেও একাধিক মামলায় মালিয়ার প্রত্যার্পণ সম্ভব হচ্ছে না ৷ এর মধ্যে গতবছর বিজয় মালিয়া জানান, তিনি সমস্ত ফিরিয়ে দিতে চান ৷ অহেতুক তাঁকে অভিযুক্ত করা হচ্ছে ৷ এই কথা বললেও সেই বিষয় পদক্ষেপ করতে দেখা যায়নি মালিয়াকে ৷

এবার ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বিজয় মালিয়ার হার হওয়ায় তাঁর প্রত্যার্পণের কাজও এগোতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : May 18, 2021, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.