ETV Bharat / bharat

Vande Bharat Express: মোদির সাধের বন্দে ভারতে ষাঁড়ের ধাক্কা, 15 মিনিট থমকে ট্রেন

author img

By

Published : Oct 29, 2022, 3:56 PM IST

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সঙ্গে ষাঁড়ের ধাক্কায় বিপত্তি ৷ থমকালো ট্রেন, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ৷

ETV Bharat
Vande Bharat Express

মুম্বই, 29 অক্টোবর: ষাঁড়ের সঙ্গে ধাক্কায় থমকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বন্দে ভারত এক্সপ্রেসের গতি ৷ শনিবার সকাল 8টা 17 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুল স্টেশনের কাছে ৷ ট্রেনটি মুম্বই থেকে গুজরাতের গান্ধিনগরে যাচ্ছিল (Vande Bharat Express hits cattle near Atul station) ৷

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় 15 মিনিট থমকে ছিল গান্ধিনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি (Vande Bharat Express) ৷ ষাঁড়ের সঙ্গে ধাক্কায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন ৷ উল্লেখ্য, এর আগেও বন্দে ভারতের সঙ্গে গরু ও মোষের ধাক্কা লেগেছে ৷ অর্থাৎ গত এক মাসে তিনবার একইভাবে থমকে গেল মোদির সাধের ট্রেন ৷

  • A cattle runover incident occurred with passing Vande Bharat train today near Atul in Mumbai Central division at 8.17 am. The train was on its journey from Mumbai Central to Gandhinagar. Following the incident, the train was detained for about 15 minutes: Indian Railways pic.twitter.com/b6UoP3XrVe

    — ANI (@ANI) October 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সন্ধে নামলেই 'অন্ধকূপ' হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, গরু, মোষের সঙ্গে এধরনের ধাক্কা এড়ানো সম্ভব নয়, ট্রেনটির ডিজাইনের সময় এই বিষয়টি মাথায় রাখা হয়েছিল ৷ ঘণ্টায় 160 কিমি বেগে ছুটতে পারে জাপানের বুলেট ট্রেনের আদলে তৈরি এই ট্রেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.