ETV Bharat / bharat

উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 11:06 PM IST

Updated : Nov 24, 2023, 7:12 AM IST

World Longest Rescue Operation Uttarkashi: উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের সময় ছোট-বড় উদ্ধারকাজ ঘটছে। কিন্তু উত্তরকাশী টানেলে আটকে পড়া 41 জনকে উদ্ধার করা ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম উদ্ধার অভিযান হয়ে উঠেছে। 12 দিন পরও 41 জনকে নিরাপদে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই উদ্ধার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে 41 জনের জীবন বাঁচানোর জন্য সমস্ত সংস্থা দিনরাত যথাসাধ্য চেষ্টা করছে।

Etv Bharat
Etv Bharat

দেরাদুন, 23 নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গত 12 দিন ধরে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত-বিদেশের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে দিনরাত উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। যে কোনও সময় শ্রমিকদের উদ্ধার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ড্রিলিং ও পাইপ ঢোকানোর কাজ চলছে। 12 দিন ধরে চলমান এই উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে দেশের সব সংস্থা। তবে এর মধ্যেই সুখবর, সুড়ঙ্গে বন্দি 41 জনের সবাই নিরাপদে রয়েছে। তাদের প্রতিটি কর্মকাণ্ডও ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর। একই সঙ্গে, এই উদ্ধার অভিযানটি দেশের প্রথম এবং বিশ্বের চতুর্থ দীর্ঘতম অভিযান হিসাবে রেকর্ড করা হয়েছে ইতিমধ্যেই ৷

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের সময় ছোট-বড় উদ্ধারকাজ ঘটছে। কিন্তু উত্তরকাশী টানেলে আটকে পড়া 41 জনকে উদ্ধার করা ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম উদ্ধার অভিযান হয়ে উঠেছে। 12 দিন পরও 41 জনকে নিরাপদে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এই উদ্ধার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে 41 জনের জীবন বাঁচানোর জন্য সমস্ত সংস্থা দিনরাত যথাসাধ্য চেষ্টা করছে। সিল্কিয়ারা টানেলে আটকে পড়া 41 জন শ্রমিকের কাছে গত 9 তারিখ থেকে পাইপের মাধ্যমে রান্না করা খাবার পাঠানো হচ্ছে। এছাড়া শ্রমিকদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথাবার্তারও ব্যবস্থা করা হয়েছে। উত্তরকাশীর এই উদ্ধার অভিযান সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে। এই উদ্ধার অভিযানটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম উদ্ধার অভিযানেও পরিণত হয়েছে। এর আগেও বিশ্বের তিনটি ভিন্ন এলাকায় একই ধরনের উদ্ধার অভিযান হয়েছে বলে খবর।

বিশ্বের বৃহত্তম উদ্ধার অভিযানও প্রায় 13 বছর আগে, অর্থাৎ 2010 সালে দক্ষিণ আমেরিকার চিলিতে হয়েছিল। যখন 5 অগস্ট 2010, একটি সোনার খনির মূল র‌্যাম্প ভেঙে 33 জন শ্রমিক একটি টানেলে আটকা পড়ে। এই অপারেশনটি এতটাই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ ছিল যে খনিতে আটকে পড়া শ্রমিকদের জীবিত বেরিয়ে আসার আশা কারও ছিল না। এই উদ্ধার এক-দুই দিন নয়, মোট 69 দিন ধরে চলেছিল ৷ অবশেষে 69 তম দিনে 33 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযান সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এই শ্রমিকরা দুই হাজার 300 ফুট গভীর টানেলে আটকা পড়েছিল এবং 18 দিন ধরে কিছু না খেয়ে, পান না করে টানেলের ভিতরে আটকে ছিল। এই উদ্ধার অভিযানে বিশেষ লোহার ক্যাপসুলের মাধ্যমে সকল শ্রমিককে রক্ষা করা হয়। এই বিশেষ আয়রন ক্যাপসুলটি উদ্ধার অভিযানের জন্য তৈরি করা হয়েছিল, যা নামিয়ে সমস্ত কর্মচারীকে একে একে বের করে আনা হয়। এই উদ্ধারের ক্ষেত্রেও অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই সফল অপারেশনের পর এটি নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে।

2018 সালেও থাইল্যান্ডের উদ্ধার অভিযান খবরে ছিল। 23 জুন 2018, আকস্মিক বন্যার কারণে 12 জন খেলোয়াড় এবং জুনিয়র ফুটবল দলের একজন কোচ একটি টানেলে আটকা পড়ে। থাই সরকার ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। এই সমস্ত খেলোয়াড় এবং কোচ ছিলেন জুনিয়র অ্যাসোসিয়েশন ফুটবল দলের সদস্য, যারা লুয়াং গুহায় প্রবেশ করছিলেন। কিন্তু হঠাৎ প্রবল বর্ষণে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং গুহাটি পানিতে ভরে যায়। এ কারণে সব রাস্তা বন্ধ হয়ে যায়। তথ্য অনুযায়ী, ব্রিটিশ ডুবুরিরা 9 দিন ধরে গুহার ভিতরে খেলোয়াড়দের সন্ধানে ব্যস্ত ছিলেন। এই উদ্ধার অভিযানে প্রায় 10 হাজার মানুষ অংশ নেয় বলে জানা গিয়েছে। শুধু থাইল্যান্ড নয়, অস্ট্রেলিয়া, বেলজিয়াম-সহ বিশ্বের অনেক বিশেষজ্ঞ এই উদ্ধার অভিযানে অংশ নেন। আশ্চর্যের বিষয় হল এই সমস্ত খেলোয়াড়রা 18 দিন কিছু না খেয়ে নিরাপদে ছিলেন। 19 তম দিনে সব শিশুকে নিরাপদে বের করে আনা হয়।

2006 সালের 25 এপ্রিল অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়লে একই রকম উদ্ধার অভিযানে দুইজনের জীবন রক্ষা করা হয়। এদিকে, 34 বছর বয়সী টড রাসেল এবং 37 বছর বয়সি ব্রেন্ট ওয়েব সোনার খনি থেকে প্রায় এক কিলোমিটার নীচে যাওয়ার পরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল দু’জনেই বিপর্যয়ের শিকার হয়েছেন, কিন্তু নিচের খনিতে ক্যামেরা বসানোর পর দেখা গেল দুইজনেই বেঁচে আছেন। এজেন্সিগুলোর এই উদ্ধার করতে 14 দিন লেগেছে। গত কয়েক বছরে পরিচালিত এই উদ্ধার অভিযানগুলির দিকে তাকালে দেখা যাবে, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সাম্প্রতিক উদ্ধার অভিযানটি চতুর্থ স্থানে রয়েছে। উত্তরকাশীর সিল্কিয়ারায়, টানেলের ভিতর থেকে 41 জন শ্রমিককে উদ্ধার করতে ভারত ও বিদেশ থেকে শক্তিশালী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। 23 নভেম্বর পর্যন্ত, শ্রমিকরা ভিতরে আটকা পড়ে 12 দিন হয়ে গিয়েছে।

আরও পড়ুন

ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর

টানেলে 11 দিন! 'আটকে থাকা শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছি', আশ্বাস এনডিআরএফ আধিকারিকদের

Last Updated :Nov 24, 2023, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.