ETV Bharat / bharat

দলত্যাগ বিরোধী আইনে শিশির-সুনীলকে চিঠি লোকসভার সচিবালয়ের

author img

By

Published : Jul 15, 2021, 10:03 PM IST

Updated : Jul 15, 2021, 10:50 PM IST

s
s

দু'জনের কাছ থেকে আগামী 15 দিনের মধ্যে চিঠির জবাব চেয়েছে সচিবালয় । এইসঙ্গে একই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশের এক সাংসদ কে রঘু রাম কৃষ্ণ রাজুকে ৷

নয়াদিল্লি, 15 জুলাই : কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ও পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলকে (Sunil Mondal) চিঠি পাঠাল লোকসভার সচিবালয় । দলত্যাগ বিরোধী আইনে চিঠি পাঠানো হয়েছে তাঁদের ৷ দু'জনের কাছ থেকে আগামী 15 দিনের মধ্যে চিঠির জবাব চেয়েছে সচিবালয় । এইসঙ্গে একই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশের এক সাংসদ কে রঘু রাম কৃষ্ণ রাজুকে ৷

দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরগরম সাম্প্রতিক রাজ্য রাজনীতি ৷ তৃণমূল সাংসদ থেকেও বিজেপি সঙ্গ নিয়ে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ৷ বিজেপিতে যোগ না দিলেও বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে অমিত শাহের সভায় দেখা গিয়েছিল কাঁথির সাংসদকে ৷ অন্য দিকে ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ । এহেন শিশির ও সুনীলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেতারা ৷ দু'জনের সাংসদ পদ খারিজের দাবি করেছেন তাঁরা ৷

অন্য দিকে প্রায় একই বিষয়ে মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা শিশির পুত্র শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বদ্ধপরিকর শুভেন্দু ৷ গেরুয়া শিবিরের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় কৃষ্ণনগরের বিধায়ক পদ না ছাড়লেও তৃণমূলে যোগ দিয়েছেন মাস খানেক আগে ৷ এদিকে শাসক দল তাঁকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে ।

আরও পড়ুন: Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

মুকুলের বিষয়টিকে নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ৷ মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ এমত অবস্থায় দলত্যাগ বিরোধী আইনে শিশির-সুনীলকে লোকসভার সচিবালয়ের চিঠি পাঠানো ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated :Jul 15, 2021, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.