ETV Bharat / bharat

Army Chopper Crash: অরুণাচলে সেনার চপার দুর্ঘটনায় প্রাণ গেল দুই চালকের

author img

By

Published : Mar 16, 2023, 6:58 PM IST

অরুণাচলপ্রদেশের চপার দুর্ঘটনায় (Army Chopper Crash in Arunachal Pradesh) মৃত্যু হল দুই চালকের (Two Pilots lost Lives) ৷ সেনাবাহিনীর তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷

Two Pilots lost their Lives due to Army Chopper Crash in Arunachal Pradesh
ফাইল ছবি

ইটানগর (অরুণাচলপ্রদেশ), 16 মার্চ: যা আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হল ৷ ভারতীয় সেনাবাহিনীর চপার দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই হেলিকপ্টারে সওয়ার দুই চালক (Two Pilots lost Lives) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত চিতা হেলিকপ্টারটিতে একজন পাইলট বা চালক রয়েছেন ৷ পরবর্তীতে জানা যায়, চালকের সংখ্যা ছিল দুই ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, অরুণাচলপ্রদেশের এই দুর্ঘটনায় (Army Chopper Crash in Arunachal Pradesh) ওই দুই চালকেরই মৃত্যু হয়েছে ৷

চপার দুর্ঘটনায় দুই চালকের মৃত্যুর খবর সেনার তরফে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে ৷ বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে ৷ যৌথভাবে সেই অভিযান চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা ৷ সংশ্লিষ্ট সেনা আধিকারিক এই প্রসঙ্গে জানান, "দুর্ঘটনাগ্রস্ত চপারে যে দুই চালক ছিলেন, তাঁরা প্রাণ হারিয়েছেন ৷"

এর আগে গুয়াহাটি প্রতিরক্ষা বিভাগের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল 9টা 15 মিনিট নাগাদ উড়ান শুরু করেছিল সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ৷ কিন্তু যাত্রাপথে কিছুদূর যাওয়ার পরই সেটি 'নিরুদ্দেশ' হয়ে যায় ৷ এরপর অনেক চেষ্টা করেও ব়্যাডারে ওই চপারের আর কোনও হদিশ পাওয়া যায়নি ৷ পরে জানা যায়, হেলিকপ্টারটি ভেঙে পড়েছে ৷ অরুণাচলপ্রদেশের মান্ডালায় সেটি ভেঙে পড়ে ৷ সঙ্গে সঙ্গে পুলিশ, সেনা ও এসএসবির তরফে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷

অন্যদিকে, এদিন দুপুর 12টা 30 মিনিট নাগাদ অরুণাচল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা জানান, তাঁরা একটি চপার ভেঙে পড়তে দেখেছেন ৷ দিরাং থানা এলাকার বাংজালেপ গ্রামের বাসিন্দারা পুলিশকে এই দুর্ঘটনার খবর জানান ৷ গ্রামবাসীই প্রথম দুর্ঘটনাগ্রস্ত চপারটির ধ্বংস্তূপে খুঁজে পান ৷ পরে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে দুর্ঘটনাস্থলের বিস্তারিত তথ্য পাঠানো হয় ৷

আরও পড়ুন: ছ'মাসে তৃতীয়বার ! অরুণাচলে ফের ভেঙে পড়ল সেনার চপার

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে ৷ বস্তুত, এদিন এই এলাকা ছিল একেবারে কুয়াশাচ্ছন্ন ৷ দৃশ্যমানতা নেমে গিয়েছিল 5 মিটারেরও নীচে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.