ETV Bharat / bharat

Khammam Fire Accident: বিআরএসের অনুষ্ঠানস্থলের কাছে আগুন, মৃতের সংখ্যা বেড়ে 4

author img

By

Published : Apr 13, 2023, 1:13 PM IST

ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) অনুষ্ঠানস্থলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ তেলাঙ্গানার খাম্মামের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে হল চার ৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন ৷

two more people lost lives who were injured in Khammam Fire Accident during BRS Atmiya Sammelan
ফাইল ছবি

খাম্মাম (তেলাঙ্গানা), 13 এপ্রিল: তেলাঙ্গানার খাম্মামে আয়োজিত ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) অনুষ্ঠানস্থলের কাছেই হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল চার ৷ বুধবারের এই ঘটনায় আগেই দু'জনের প্রাণ গিয়েছিল ৷ গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন ৷ বৃহস্পতিবার জানা যায়, আহতদের মধ্যে আরও দু'জনের মৃত্যু হয়েছে ৷ উল্লেখ্য, বুধবার খাম্মামে বিআরএসের তরফে আত্মীয় সম্মেলন আয়োজন করা হয় ৷ সেই কর্মসূচি যেখানে পালিত হচ্ছিল, তার কাছেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, দলীয় নেতৃত্বকে অনুষ্ঠানে স্বাগত জানাতে বিআরএস কর্মীরাই আতসবাজি ফাটাচ্ছিলেন ৷ সেই আতসবাজি থেকে আগুনের ফুলকি ছিটকে ঘটে অঘটন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানস্থলের কাছেই ছিল একটি খড়ের গাদা এবং খড়ের চাল দেওয়া একটি কুঁড়ে ঘর ৷ আতসবাজি থেকে সেই খড়ের গাদায় প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে পাশে কুঁড়ে ঘরে ৷ সেই ঘরের ভিতর রাখা ছিল বেশ কয়েকটি গ্য়াস সিলিন্ডার ৷ আগুনে সেগুলি ফাটতে শুরু করে ৷ মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীন আরও দু'জনের মৃত্যু হয় ৷

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের এখনও চিকিৎসা চলছে ৷ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্য়ে একজনের প্রাণ বাঁচাতে তাঁর দু'টি পা কেটে বাদ দিতে হয়েছে ! ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) ৷

আরও পড়ুন: খাদে পড়ল গাড়ি, নেপালে বেড়াতে গিয়ে মৃত সমস্তিপুরের 5 বন্ধু

সূত্রের খবর, এই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে দলের স্থানীয় সাংসদ নামা নাগেশ্বর রাওকে ফোন করেন মুখ্যমন্ত্রী ৷ দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন ৷ সাংসদকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকার ঘটনায় আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছে ৷ রাজ্যের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য সবরকম সহযোগিতা করা হবে ৷ মৃতদের পরিজনদের দিকেও যেকোনও প্রয়োজনে প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.