ETV Bharat / bharat

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 জঙ্গি

author img

By

Published : Jun 27, 2022, 3:31 PM IST

Updated : Jun 27, 2022, 4:53 PM IST

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির (Two militants killed in Kulgam Encounter) ৷

Kulgam Encounter
কুলগামে এনকাউন্টার

শ্রীনগর, 27 জুন : জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির (Two militants killed in Kulgam Encounter) ৷ বাহিনীর এনকাউন্টার অভিযান এখনও চলছে ৷

কাশ্মীর জোন পুলিশের তরফে টুইটে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ত্রুবজি এলাকায় এই এনকাউন্টার হয়েছে ৷

আরও পড়ুন : শিবসেনার সংকটের মাঝেই সঞ্জয় রাউতকে তলব করল ইডি

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ, সেনা ও সিআরপিএফ এর যৌথ দল এদিন অভিযান চালায় ৷ যেখানে জঙ্গিরা ঘাঁটি গেড়ে ছিল সেখানে বাহিনী পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেয় বাহিনী ৷ সংঘর্ষে মৃত্যু হয় 2 জঙ্গির ৷

Last Updated :Jun 27, 2022, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.