ETV Bharat / bharat

ED Summons Sanjay Raut: শিবসেনার সংকটের মাঝেই সঞ্জয় রাউতকে তলব করল ইডি

author img

By

Published : Jun 27, 2022, 1:33 PM IST

Updated : Jun 27, 2022, 2:11 PM IST

সঞ্জয় রাউতকে হাজিরার জন্য নোটিশ পাঠাল ইডি (ED Summons Shiv Sena Leader Sanjay Raut in Land Scam Case) ৷ জমি দুর্নীতি মামলায় তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে ৷

ED Summons Shiv Sena Leader Sanjay Raut in Land Scam Case
ED Summons Shiv Sena Leader Sanjay Raut in Land Scam Case

মুম্বই, 27 জুন: জমি দুর্নীতি মামলায় শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতকে তলব করল ইডি (ED Summons Shiv Sena Leader Sanjay Raut in Land Scam Case) ৷ সোমবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷ আগামী 28 জুন তাঁকে মুম্বইয়ে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ এ নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষো, মহারাষ্ট্র সরকারে যে সংকট তৈরি হয়েছে, সেখানে শিবসেনাকে চাপে ফেলতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে ৷

মহা বিকাশ আঘাড়ি সরকারে বর্তমানে সংকটের ছায়া (Maharashtra Crisis) ৷ একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহের পথে হেঁটেছেন 39 জন বিধায়ক ৷ সঙ্গে আরও 11 জন নির্দল বিধায়ক রয়েছেন ৷ এই পরিস্থিতিতে শিন্ডে দাবি করেছে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধব ঠাকরের সরকার ৷ সূত্রের খবর, গোপনে মহারাষ্ট্র বিজেপির সভাপতি দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকও করেছেন একনাথ শিন্ডে ৷ এ সবের মধ্যেই এ দিন শিবসেনার জাতীয় মুখপাত্র সঞ্জয় রাউতকে জিজ্ঞসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

আরও পড়ুন: Maha Political Crisis : ডেপুটি স্পিকারের দেওয়া পদ খারিজের নোটিশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ একনাথ শিন্ডে শিবিরেরর

ইডি সূত্রে খবর, মুম্বইয়ের একটি বস্তির উন্নয়ন সংক্রান্ত জমি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় রাউতকে তলব করা হয়েছে ৷ যেখানে ওই দুর্নীতিতে হাওয়ালার টাকার যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ 28 জুন দক্ষিণ মুম্বইয়ে ইডি দফতরে সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷ সেখানে হাওয়ালা আইনে সঞ্জয় রাউতের বয়ান রেকর্ড করা হবে ৷

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ইডি এই মামলায় শিবসেনা নেতার স্ত্রী বর্ষা রাউত এবং তাঁর দুই সহকারীর 11.15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷

Last Updated : Jun 27, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.