ETV Bharat / bharat

Child Marriage: বরের বয়স 20, বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতার দিদি-সহ 2

author img

By

Published : Dec 30, 2022, 1:55 PM IST

20 বছর 6 মাস বয়সে বিয়ে করেছিলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা এক ক্যাবচালক ৷ পাত্রের 'বিয়ের বয়স' না হওয়ায় বাল্যবিবাহের (Child Marriage) অভিযোগ দায়ের করে পুলিশ ৷ গ্রেফতার হতে হয় তরুণের দিদি ও দিদির এক বন্ধুকে ৷

two including elder sister of 20 year old groom arrested in Bengaluru for Child Marriage case
প্রতীকী ছবি ৷

বেঙ্গালুরু, 30 ডিসেম্বর: প্রাপ্তবয়স্ক না হওয়ায় অনেক ক্ষেত্রেই নাবালিকার বিয়ে বাতিল হয়ে যায় ৷ এমন ঘটনা ঘটে প্রায়শই ৷ তবে, এবার উলট পূরাণের সাক্ষী থাকল কর্ণাটক ৷ বিয়ে বাতিল হল এখানেও ৷ তবে, পাত্রী নাবালিকা বলে যে বিয়ে বাতিল হয়েছে, তেমনটা নয় ৷ বরং এই বিয়ে বাতিল হয়েছে, কারণ, পাত্রের বয়স 21 বছরের কম ৷ আর এদেশে মেয়েদের বিয়ে 18 বছরে বৈধ হলেও ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হতে হয় 21 বছর ৷ এই ঘটনায় বাল্যবিবাহের (Child Marriage) অভিযোগে 'নাবালক' বরের দিদি এবং তাঁর বন্ধুকে গ্রেফতারও করে পুলিশ ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পান তাঁরা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তরুণের বিয়ে নিয়ে এত হইচই, তিনি পেশায় ক্যাবচালক ৷ থাকেন বেঙ্গালুরু (Bengaluru) শহরের নীলাসান্দ্রা এলাকায় ৷ তাঁর 'বিবাহিতা' স্ত্রীও একই এলাকার বাসিন্দা ৷ গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছে এই যুগল ৷ তার জেরেই নেওয়া হয় বিয়ে সিদ্ধান্ত ৷ তবে, এই সিদ্ধান্তে দুই পরিবারের সব সদস্যদের মত ছিল না ৷ ফলে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যুগল ৷ সূত্রের খবর, সদ্য 18 বছর পূর্ণ করেন ওই তরুণী ৷ কিন্তু, তাঁর প্রেমিকের বয়স এখনও 21 বছর পূর্ণ হয়নি ৷ এই অবস্থায় গত 4 নভেম্বর বিয়ে করেন তাঁরা ৷ বিয়ে হয় তামিলনাড়ুর থিরুভাল্লুরে ৷

আরও পড়ুন: বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফের সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের

এদিকে, এই ঘটনার পর তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে ৷ পরিবারের সদস্যদের দাবি ছিল, তাঁদের বাড়ির মেয়ে নিখোঁজ এবং এর জন্য তাঁর প্রেমিক তরুণটিকেই কাঠগড়ায় তোলেন তাঁরা ৷ তদন্তে নেমে গত 23 ডিসেম্বর থিরুভাল্লুরে সদ্য বিবাহিত ওই দম্পতির খোঁজ পায় পুলিশ ৷ তাঁদের সেখান থেকে বেঙ্গালুরু ফিরিয়ে আনা হয় ৷

পুলিশ জানতে পারে, তরুণীকে কেউ ফুসলিয়ে নিয়ে যায়নি ৷ বরং তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হন এবং প্রেমিককে বিয়ে করেন ৷ আধার কার্ড অনুসারে, বিয়ের সময় তরুণীর বয়স ছিল 18 বছর ৷ ফলে এই বিয়েতে কোনও সমস্যা নেই বলেই প্রাথমিকভাবে মনে হয় পুলিশের ৷ কিন্তু, তরুণের আধার পুলিশের হাতে আসতেই তৈরি হয় জটিলতা ৷ দেখা যায়, নববধূর বয়স 18 হলেও, তাঁর বরের বয়স 20 বছর 6 মাস ৷ অর্থাৎ, ভারতীয় আইন অনুসারে তাঁর বিয়ের বয়স হতে এখনও 6 মাস বাকি !

ফলে এই বিয়ে আইনসিদ্ধ নয় বলেই জানান পুলিশকর্মীরা ৷ ঘটনার জেরে ছেলেটির দিদি ও দিদির এক বন্ধুকে গ্রেফতার করা হয় ৷ পরে আদালতে জামিনের আবেদন করেন তাঁরা ৷ আদালত তাঁদের সেই আবেদন মঞ্জুর করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.