ETV Bharat / city

Child Marriage: বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফের সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের

author img

By

Published : Sep 10, 2022, 7:35 PM IST

বাল্যবিবাহ (Child Marriage) এবং নাবালিকাদের গর্ভধারণের (Teenage Pregnancy) ঘটনায় ঠেকাতে উদ্য়োগী পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ জোড়া সমস্য়া মোকাবিলায় ইউনিসেফ (UNICEF)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল তারা ৷

West Bengal Government joins hands with UNICEF to stop Child Marriage
Child Marriage: বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফ-এর সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের

কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্য়ে বাল্যবিবাহ (Child Marriage) এবং নাবালিকাদের গর্ভধারণের (Teenage Pregnancy) ঘটনা ঠেকাতে এবার ইউনিসেফ (UNICEF)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ সূত্রের খবর, গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) সহযোগিতায় রাজ্য সরকার ও ইউনিসেফ-এর তরফ থেকে ছোট ছোট সংঘ তৈরি করা হবে ৷ এই সংঘগুলিই এই বিষয়ে আমজনতাকে সচেতন করবে ৷ প্রসঙ্গত, সারা দেশের নিরিখে এই মুহূর্তে বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণের ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষ স্থানে রয়েছে ৷ আর সেটাই ভাবাচ্ছে রাজ্য সরকারকে ৷

এই জোড়া সমস্যা মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে 110টি শিশুবান্ধব সংঘ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্য়ের 23টি জেলার সবক'টিতেই 87টি ব্লকে আগামী 6 মাসের মধ্য়ে এই 110টি সংঘ গড়ে তোলা হবে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইউনিসেফ-এর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ পাশাপাশি, শুক্রবার এ নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় গ্রামীণ জীবনযাত্রা অভিযান (West Bengal State Rural Livelihood Mission) বা এসআরএলএম (SRLM)-এর সিইও তথা রাজ্য অধিকর্তা বিভূ গোয়েল (Vibhu Goel) ৷ তিনি বলেন, "এই জোড়া সমস্য়ায় সবথেকে বেশি বিপাকে পড়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও তাঁদের পরিবারের বাকিরা ৷ তা মেটাতেই এই উদ্যোগ শুরু করা হয়েছে ৷"

আরও পড়ুন: প্রাথমিকে নৈতিকতার পাঠ ! মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পর্ষদ

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (National Family Health Survey)-এর রিপোর্ট বলছে, দেশের মধ্য়ে সবথেকে বেশি বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে ৷ 2019-20 অর্থবর্ষে হওয়া পঞ্চম দফার সমীক্ষায় জানা গিয়েছে, 20 থেকে 24 বছরে গৃহবধূদের মধ্য়ে 41.6 শতাংশেরই বিয়ে হয়েছিল কিশোরী বয়সে ৷ অন্যদিকে, রাজ্য়ে নাবালিকাদের গর্ভধারণের পরিমাণ 16.4 শতাংশ ৷

বিভূ জানিয়েছেন, সংশ্লিষ্ট সংঘের সদস্যরা নাবালিকা ও তাদের পরিবারের সদস্যদের বোঝাবেন যাতে অল্প বয়সে বাড়ির মেয়েদের বিয়ে না দেওয়া হয় ৷ পাশাপাশি, রাজ্য়ে শিশু ও নারীদের স্বাস্থ্য়ের সামগ্রিক উন্নয়নেও কাজ করবে প্রস্তাবিত 110টি সংঘ ৷ রক্তাল্পতা এই রাজ্যের মেয়েদের অন্যতম সমস্য়া ৷ এই প্রকল্পের আওতায় তার সঙ্গেও মোকাবিলার চেষ্টা করা হবে ৷ এই প্রক্রিয়ায় ইউনিসেফ সবরকমের প্রযুক্তিগত সহযোগিতা করবে ৷ তাদের সাহায্য়েই সংঘের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.