ETV Bharat / bharat

করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু ত্রিপুরা সরকারের

author img

By

Published : May 30, 2021, 12:49 PM IST

করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু করল ত্রিপুরা সরকার
করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু করল ত্রিপুরা সরকার

করোনার কারণে অনাথ হওয়া শিশুদের জন্য 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' নামে একটি প্রকল্প চালু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ তিনি ঘোষণা করেন, এই স্কিমের মাধ্যমে করোনার কারণে অনাথ হওয়া শিশুদের 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 3 হাজার 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷

আগরতলা, 30 মে : করোনার ফলে অনাথ হওয়া শিশুদের আর্থিক সহায়তার জন্য ত্রিপুরা সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে ৷

শনিবার নাগরিক সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' নামে এই প্রকল্পটি চালু করেন । তিনি ঘোষণা করেন, এই স্কিমের মাধ্যমে করোনার কারণে অনাথ হওয়া শিশুদের 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 3 হাজার 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷

এদিন বৈঠকে তিনি বলেন, "করোনার জন্য অনেক শিশু অনাথ হয়ে গেছে ৷ রাজ্য সরকার একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে এই শোকসন্তপ্ত শিশুদের আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷"

করোনার জন্য যে সমস্ত শিশুরা নিজেদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তাদের জন্য সরকারি বিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে ত্রিপুরা সরকার ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, শিশুরা যদি হোমে থাকতে চায় তাহলে তাও থাকতে পারে ৷

আরও পড়ুন : দিল্লির বোকামিতে ইতিহাসে আলাপন

সরকার তাদের ব্যয় বহন করবে এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবে ৷ একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে যারা পড়াশোনা করে তাদের ল্যাপটপ দেওয়া হবে ৷ সরকার এতে মেয়েদের এককালীন বিবাহের অনুদানও অন্তর্ভুক্ত করেছে এবং অনাথ মেয়েদের 50 হাজার টাকা নগদ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ৷

যদি কোনও পরিবারের প্রধান করোনায় মারা যান, তাহলেও সরকার 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' প্রকল্পের মাধ্যমে এই জাতীয় পরিবারকে সহায়তা প্রদান করবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷

মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য করোনার দ্বিতীয় তরঙ্গের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, সেই মত জেলাস্তরে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয় ।

আরও পড়ুন : পরপর তিনদিন দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

প্রতি মিনিটে 1 হাজার 50 লিটার অক্সিজেন উৎপাদন ক্ষমতা সম্পন্ন উত্তর-পূর্বের বৃহত্তম অক্সিজেন প্ল্যান্ট আইজিএম হাসপাতালে নির্মিত হচ্ছে এবং অন্য একটি অক্সিজেন প্ল্যান্ট (900 এলপিএম) রাজ্যের প্রধান স্বাস্থ্যসেবা সংস্থা এজিএমসি এবং জিবিপি হাসপাতালে নির্মিত হচ্ছে ৷

টিকাকরণ অভিযানের কথা উল্লেখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, 18 বছর বয়সের উপর জনসংখ্যার 39.9 শতাংশের টিকাকরণ ইতিমধ্যেই হয়ে গেছে ৷ টিকাকরণের ক্ষেত্রে ত্রিপুরা দেশের শীর্ষে অবস্থান করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.