ETV Bharat / bharat

Sukhendusekhar Roy : কেন্দ্রের গণতান্ত্রিক বোধের অভাব আছে, কটাক্ষ সুখেন্দুশেখরের

author img

By

Published : Aug 6, 2021, 5:03 PM IST

trinamool mp sukhendusekhar roy slams narendra modi government on pegasus issue
Sukhendusekhar Roy : কেন্দ্রের গণতান্ত্রিক বোধের অভাব আছে, কটাক্ষ সুখেন্দুশেখরের

পেগাসাস ইস্যুতে অচল সংসদে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করলেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ তাঁর প্রশ্ন, কেন্দ্র যদি আলোচনা না চায়, তাহলে বিরোধীদের প্রতিবাদের জন্য বিক্ষোভ ছাড়া আর বিকল্প কী রাস্তা আছে ?

নয়াদিল্লি, 6 অগস্ট : বাদল অধিবেশন (Monsoon Session) শুরুর দিন থেকেই বিরোধীদের বিক্ষোভে অচল সংসদ (Parliament) ৷ বিরোধীদের দাবি, পেগাসাস (Pegasus Spyware) ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে ৷ কিন্তু কেন্দ্রের মোদি সরকার (Modi Government) এই নিয়ে আলোচনায় নারাজ ৷

কেন্দ্র যদি আলোচনা না চায়, তাহলে বিরোধীদের প্রতিবাদের জন্য বিক্ষোভ ছাড়া আর বিকল্প কী রাস্তা আছে ? শুক্রবার নয়াদিল্লি থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendusekhar Roy) ৷

আরও পড়ুন : Farmers Protest : পাশে থাকার বার্তা নিয়ে ফের কৃষক আন্দোলনের মঞ্চে তৃণমূল

একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাসপেন্ড করা নিয়েও সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, শান্তনু সেনের বক্তব্য শোনার আগেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে ৷

প্রসঙ্গত, পেগাসাস নিয়ে বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন ৷ তার পর তা ছিড়ে ছুঁড়ে দেন চেয়ারম্যানের আসনের দিকে ৷ তখন অবশ্য রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (M Venkaiah Naidu) আসনে ছিলেন না ৷

আরও পড়ুন : TMC-BJP : বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?

কিন্তু এই ঘটনায় সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে ৷ আগামী 13 অগস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন ৷ সেই দিন পর্যন্ত সাসপেন্ড শান্তনু সেন ৷ পরে তৃণমূলের কংগ্রেসের আরও ছ’জন সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ কিন্তু তাঁদের একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভা (Rajyasabha) থেকে ৷

তবে বৃহস্পতিবার এই নিয়ে ধুন্ধুমার বাধে রাজ্যসভায় ৷ তৃণমূলের সাংসদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ এদিন সুখেন্দুশেখর রায় দাবি করেছেন, সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের আটকানো হয়েছে ৷ পরে রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন : Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

এই সূত্রেই কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছেন সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি, যখন সরকারের গণতান্ত্রিক বোধ থাকে না, সংসদের লোকসভা (Loksabha) বা রাজ্যসভার অধ্যক্ষ বা চেয়ারপার্সনকেই ঠিক করতে হবে কীভাবে অধিবেশন চলবে ৷ কিন্তু সেটাও ঠিকমতো হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.