ETV Bharat / bharat

Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

author img

By

Published : Aug 5, 2021, 4:03 PM IST

বুধবার ছয় সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদকে রাজ্যসভায় ঢুকতে বাধা দেন নিরাপত্তা আধিকারিকরা ৷ এই ঘটনা নিয়ম বহির্ভূত বলে দাবি কংগ্রেসের প্রবীণ সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ৷ বুধবারের ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করেন তিনি ৷

Suspended TMC MPs prevented entry to House even after day's session was over, says Kharge in RS
Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, প্রতিবাদে সোচ্চার বিরোধী দলনেতা

নয়াদিল্লি, 5 অগস্ট : একদিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের অধিবেশন মুলতুবি হওয়ার পরও রাজ্যসভায় ঢুকতে বাধা ৷ প্রতিবাদে সরব কংগ্রেসের প্রবীণ সাংসদ তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ সংসদের নিয়মাবলী উল্লেখ করে তাঁর ব্যাখ্যা, ওই তৃণমূল সাংসদদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ন্যায্য নয় ৷ এবং সেই আচরণকে সমর্থন করে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংও (Harivansh Narayan Singh) অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছেন বলে তোপ খাড়গের ৷

আরও পড়ুন : TMC MPs suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের 6 সাংসদ

বুধবার অসংসদীয় আচরণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ছয় সাংসদকে ওই দিনের মতো অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় ৷ এরপর অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ তখনই নিজেদের রেখে যাওয়া জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য রাজ্যসভার ভিতর ঢুকতে যান সাসপেন্ড হওয়া সাংসদরা ৷ কিন্তু তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় ৷ খাড়গের মতে, এই আচরণ কখনই কাম্য নয় ৷ কারণ, 55 নম্বর নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট সদস্যদের ওই দিনের মতো রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল ৷ গোটা দিনের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়নি ৷ তাহলে তাঁদের কেন অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পরও ভিতরে ঢুকতে দেওয়া হবে না ? বৃহস্পতিবার এই প্রশ্নই তোলেন খাড়গে ৷

তৃণমূল সাংসদদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ন্যায্য নয় বলেই দাবি মল্লিকার্জুন খাড়গের ৷

এদিকে, অধিবেশন কক্ষে ঢুকতে না পেরে সংশ্লিষ্ট সাংসদরা জোরাজুরি করতে শুরু করেন ৷ এসবের মধ্যেই কাচের দরজার একটি অংশ ভেঙে যায় ৷ তাতে কয়েকজন নিরাপত্তা আধিকারিক আহত হন ৷ এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) ৷ ডেপুটি চেয়ারম্য়ান অবশ্য জানিয়েছেন, পুরো বিষয়টিই তাঁর নজরে এসেছে ৷ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোটা ঘটনা জানানোও হয়েছে ৷ চেয়ারম্য়ান সবটুকু বিবেচনা করে দেখবেন ৷

  • #Parliament

    Leader of Oppn @kharge makes a powerful intervention on behalf of all Oppn supporting AITC MPs who were STOPPED from re-entering Rajya Sabha AFTER suspension was lifted. There's irrefutable video evidence.

    Modi-Shah, here👇is what a UNITED OPPOSITION looks like. pic.twitter.com/aaLTYE5rtP

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে, রাজ্যসভায় ঢোকার মুখে তৃণমূল সাংসদদের বাধা দেওয়ার ছবি টুইটারে পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্র্য়ায়েন (Derek O'Brien) ৷ পরে অন্য একটি পোস্টে একটি গোটা ঘটনায় মল্লিকার্জুন খাড়গের প্রতিবাদকেও তুলে ধরেন তিনি ৷ সূত্রের খবর, বুধবারের ওই ধাক্কাধাক্কিতে এক পিএসএস (Parliament Security Services) আধিকারিক সামান্য আহত হয়েছেন ৷ প্রসঙ্গত, অধিবেশন কক্ষে দাঁড়িয়ে লাগাতার স্লোগান দেওয়ায় বুধবার গোটা দিনের জন্য তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যকে গোটা দিনের মতো অধিবেশন থেকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু (M Venkaiah Naidu) ৷ পরে অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর দুপুর সোয়া তিনটে নাগাদ তাঁরা ফের অধিবেশন কক্ষে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে তাঁদের বচসা এবং ধাক্কাধাক্কি হয় ৷ সাসপেন্ড হওয়া সাংসদরা হলেন দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর ৷

  • #FACTS Aug 4

    11.10 Govt again refuses to discuss #Pegasus 30 Oppn MPs enter well of RS.

    11.13 Six members suspended for carrying placards

    3.35 AFTER House adjourned for day, 3 AITC MPs (suspension over) PREVENTED from re-entering #Parliament by male marshal

    Democracy ? 👇 pic.twitter.com/fvZDOMvvDf

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : BJP & Shantanu Sen : চলতি বাদল অধিবেশনে শান্তনুকে সাসপেন্ড করা হোক, দাবি জানাতে চলেছে বিজেপি

তবে গোটা ঘটনায় প্রবীণ কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যেভাবে তৃণমূল সাংসদদের পাশে দাঁড়ালেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরোধিতায় তাঁরা যে এককাট্টা, সেই বার্তা দিতেই খাড়গের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ খাড়গের প্রতিবাদ টুইট করে ডেরেকও একই বার্তা দিয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.