ETV Bharat / bharat

Abhishek Tripura Visit : ‘‘ত্রিপুরায় পাখির চোখ গণতন্ত্র উদ্ধার...!’’ বার্তা অভিষেকের

author img

By

Published : Aug 2, 2021, 4:48 PM IST

Updated : Aug 2, 2021, 6:20 PM IST

ত্রিপুরার গণতন্ত্র উদ্ধার করাই তৃণমূলের লক্ষ্য ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে প্রথমবার ত্রিপুরায় গিয়ে এই বার্তারই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব’কে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক বিজেপি ৷ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলার ঘটনা নিয়েও বিজেপির সরকারকে নিশানা করেন তিনি ৷ তাঁর প্রশ্ন, ত্রিপুরায় একজন সাংসদ নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ ?

Trinamool All India General Secretary Abhishek Banerjee on his first visit of Tripura
‘‘ত্রিপুরায় পাখির চোখ গণতন্ত্র উদ্ধার...!’’ বার্তা অভিষেকের

আগরতলা, 2 অগস্ট : ত্রিপুরার গণতন্ত্র উদ্ধার করাই তৃণমূল (Trinamool)-এর লক্ষ্য ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে প্রথমবার ত্রিপুরায় গিয়ে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেই সঙ্গে ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)-কে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক বিজেপি ৷ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলার ঘটনা নিয়েও বিজেপির সরকারকে নিশানা করেন তিনি ৷ তাঁর প্রশ্ন, ত্রিপুরায় একজন সাংসদ নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ ?

সর্বভারতীয় স্তরে সংগঠনকে ছড়িয়ে দিতে আজ থেকে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যার সূচনা করলেন বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরা থেকে ৷ যেখানে পৌঁছে তিনি আজ সোজা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান মা-এর আর্শীবাদ নিতে ৷ কিন্তু, মাঝপথে অভিষেকের গাড়ি উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ লাঠি দিয়ে তাঁর গাড়ির সামনের কাঁচে বাড়ি মারা হয় ৷ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন অভিষেক ৷ আর সেই হামলার ঘটনাকে হাতিয়ার করেই এবার বিপ্লব দেবের প্রশাসনকে একহাত নিলেন অভিষেক ৷ ‘‘অতিথি দেব ভব...’’ স্লোগানে গোটা সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব এবং ত্রিপুরা বিজেপিকে বিঁধে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

অভিষেক অভিযোগ করলেন, তাঁকে বাধা দেওয়ার সবরকম চেষ্টা করেছিল বিজেপি ৷ কখনও তাঁর কনভয় আটকে, কখনও বা তাঁর গাড়িতে লাঠি, রড দিয়ে হামলা চালিয়ে ৷ এমনকি তাঁর নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবু তাঁকে আটকাতে পারেনি ৷ প্রসঙ্গত, ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া নিয়েও বিজেপিকে বিঁধলেন তিনি ৷ অভিযোগ করলেন, ভারতবর্ষে নিজেদের হিন্দুধর্মের ধারক ও বাহক হিসেবে পরিচয় দেওয়া বিজেপি আজ তাঁকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যেতে বাধা দিয়েছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

এদিন ত্রিপুরার আইনি ব্যবস্থা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ বাংলার উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘বাংলায় দুয়ারে সরকার, আর ত্রিপুরায় দুয়ারে গুন্ডা ৷’’ লোকসভার একজন সাংসদ যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এই প্রশ্নই তুললেন তিনি ৷ যা নিয়ে পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন অভিষেক ৷

আরও পড়ুন : Debangshu Bhattacharya : ত্রিপুরায় বিজেপির হামলার মুখে তৃণমূল, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ দেবাংশুর

পাশাপাশি ত্রিপুরায় সাংগঠিক শক্তিবৃদ্ধি নিয়েও আজ বক্তব্য রেখেছেন অভিষেক ৷ জানিয়েছেন, 2021 সাল শেষ হওয়ার আগে ত্রিপুরার 8 জেলার 3324টি বুথে তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন তিনি ৷ আর সেই কর্মসূচির প্রথমধাপের ঘোষণার জন্য 15দিন পর ফের ত্রিপুরা সফরে যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর বার্তা, দেড় বছর পর ত্রিপুরায় তৃণমূলের সরকার গঠন হবে ৷ আর সেই সরকার মিসড কল দিয়ে চাকরির ভাঁওতাবাজি যুবসমাজকে দেবে না বলে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Aug 2, 2021, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.