ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

author img

By

Published : Aug 8, 2021, 1:06 PM IST

দিনের সেরা খবর
দিনের সেরা খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

1. Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ

অলিম্পিকসে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷ জ্যাভলিনে সোনা জেতার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনই জানালেন নীরজ চোপড়া ৷

2. Al Qaeda threat : আল কায়দার নামে হুমকি মেল, দিল্লি বিমানবন্দরে কড়া নিরাপত্তা

বার বার একই নাম থেকে হুমকির মেল আসছে ৷ মেলে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন আল কায়দা উড়িয়ে দিতে পারে দিল্লির আইজিআই (Indira Gandhi International Airport) বিমানবন্দর ৷ তার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরে ৷

3. Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার ডাক

দেবাংশু, জয়াদের উপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজ ত্রিপুরা পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলা 11 টা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছান অভিষেক ৷

4. Rahul's Twitter account : বাতিল নাকি লকড ? রাহুলের টুইটার অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা

রাহুল গান্ধির একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় টুইটার কর্তৃপক্ষ তা সরিয়ে দেয় ৷ এর পর থেকে কিছু সময়ের জন্য তাঁর অ্যাকাউন্টটি ঠিকঠাক ব্যবহার করতে পারছিলেন না কংগ্রেস এই নেতা ৷ তাতে টুইটারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ৷

5. Corona in India : ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 39 হাজার 70 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 38 হাজার 628 ৷ সংক্রমণ বাড়লেও মৃত্যুর কমেছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 491 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 617 ৷

6. Lightning strikes : ঘন ঘন বজ্রপাত, শনিবার একদিনে রাজ্যে প্রাণ খোয়ালেন 4 জন, আহত 7

একে তো ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতিতে শোচনীয় অবস্থায় হয়ে রয়েছে ৷ তার মধ্যে শনিবার ঘন ঘন বজ্রপাতে রাজ্যে প্রাণ হারালেন 4 জন ৷ এমনকি প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড ও ওডিশাতেও একই ভাবে প্রাণ খুইয়েছেন অনেকে ৷ সব মিলিয়ে শুধুমাত্র শনিবারের বজ্রপাতে মোট 24 জন মারা গিয়েছেন ৷

7. Weather Forecast : দক্ষিণে আজও আকাশ মেঘলা, মঙ্গল থেকে ভাসবে উত্তরও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

8. Rabindranath Tagore : বাইশে শ্রাবণে কার্যত ম্লান শান্তিনিকেতন

পর্যটকদের করোনা বিধির কথা মাথায় রেখে ঢুকতে দেওয়া হয়নি । বাইরে থেকে এসেই দেখে চলে যাচ্ছেন তাঁরা। উপাসনা শেষে রবীন্দ্রভবনে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ।

9. KMC : অবৈধভাবে জলাশয় ভরাট রুখতে কড়া কলকাতা পৌরনিগম

জলাভূমি পরিবেশ সংরক্ষণের আইন কোনও পুলিশকর্মী না পালন করতে পারলে, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হবে পুলিশ কমিশনারের কাছে ।

10. Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

চাপ তো দূরে থাক নীরজ এদিন জানিয়ে দিলেন, "প্রথম থ্রো ভাল হওয়ায় আমি অলিম্পিকস রেকর্ড (90.57 মিটার ) ভাঙার যায় কি-না ভাবছিলাম ৷" নীরজের এই আত্মবিশ্বাস কি এক ভারতীয় সেনার আত্মবিশ্বাস ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.