ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

author img

By

Published : Jun 30, 2021, 9:02 PM IST

top-news-of-the-day-at-a-glance
top-news-of-the-day-at-a-glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

1. Corona in Bengal : দেড় হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

মঙ্গলবার সকাল 9 টা থেকে বুধবার সকাল 9 টার মধ্যে করোনামুক্ত হয়েছেন 1,980 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 2.74 শতাংশ ।

2. Hima Das : টোকিও অলিম্পিকসে নেই হিমা

400 মিটারের ক্ষেত্রে 43.03 সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে অলিম্পিকসের ছাড়পত্র পাওয়া যেত । কিন্তু হিমা সময় নেন 44.15 সেকেন্ড ৷ অন্য দিকে 200 মিটার দৌড়েও ব্যর্থ হন ।

3. কোভিশিল্ড ও ফাইজারের সম্মিলিত ডোজ কোভিড রুখতে বেশি কার্যকরী : রিপোর্ট

কোভিশিল্ড অর্থাৎ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (AztraZeneca) ও ফাইজার (Pfizer) টিকার সম্মিলিত ডোজ কোভিড রুখতে অনেক বেশি কার্যকরী ৷ একটি গবেষণায় এমনই দাবি করলেন গবেষকরা ৷

4. ভোট-পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা জাতীয় মানবাধিকার কমিশনের

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আজ কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল জাতীয় মানবাধিকার কমিশন ৷ আগামী শুক্রবার এই মামলার বিস্তারিত রিপোর্ট জমা করবেন কমিশনের আধিকারিকরা ৷ ওইদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে শুনানি শুরু হবে ৷

5. Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

2019 সালে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন প্রণতি । এবার মহাদেশীয় কোটা বা কন্টিনেন্টাল কোটায় প্রণতি টোকিয়ো অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷

6. Jagdeep Dhankhar : এবার রাজ্যপালের নিশানায় স্পিকার, কড়া চিঠি ধনকড়ের

রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে বিমানকে চিঠি লিখলেন জগদীপ ধনকড় ৷

7. শনিবার দলের বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির বিজেপির

শুভেন্দু অধিকারীর প্রস্তাব মাফিক দলীয় বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির করছে বিজেপি ৷ শনিবার সকাল 11 টা থেকে বিজেপির হেস্টিংসের কার্যালয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ৷ উদ্বোধন করবেন দিলীপ ঘোষ ৷

8. সংক্রমণের হার 10 শতাংশের নিচে রাখতে বাংলা-সহ 15 রাজ্যকে চিঠি কেন্দ্রের

গত 21-27 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ 15টি রাজ্যে করোনা পজিটিভিটি রেট বা সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ এই কথা জানিয়ে ওই রাজ্যগুলিকে করোনা আক্রান্তের হার 10 শতাংশের নিচে রাখতে পদক্ষেপ করতে বলল কেন্দ্রীয় সরকার ৷

9. ক্যানসার চিকি‍ৎসায় টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে দু’টি হাসপাতাল রাজ্যে, ঘোষণা মমতার

টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দু’টি ক্যানসার হাসপাতাল হবে পশ্চিমবঙ্গে ৷ বুধবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

10. Mimi Chakraborty: শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার, ভুয়ো টিকা নিয়ে কী বললেন মিমি ?

তিনি শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার ৷ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভুয়ো টিকা (Fake Vaccination Case) নিয়ে মুখ খুলে এ কথা বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.