ETV Bharat / bharat

Tripura Municipal Election 2021 : ত্রিপুরায় ভোট গণনার পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে তৃণমূল

author img

By

Published : Nov 26, 2021, 3:20 PM IST

গতকাল ত্রিপুরায় পৌর নির্বাচন (Tripura Municipal Election 2021) ছিল ৷ সেই ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

tmc urges sc to postpone tripura municipal votes counting
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 26 নভেম্বর : ত্রিপুরার পৌর নির্বাচন (Tripura Municipal Election 2021) নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ শীর্ষ আদালতের কাছে তাদের আর্জি, পিছিয়ে দেওয়া হোক ওই রাজ্য়ের পৌরভোটের গণনার দিন (TMC urges SC to postpone counting of votes) ৷

গতকাল, 25 নভেম্বর ত্রিপুরায় পৌর নির্বাচন ছিল ৷ ওই নির্বাচনে দিনভর নানা জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠেছে ৷ শাসকদল বিজেপির (BJP) মদতেই সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল (Trinamool Congress) ৷

আরও পড়ুন : Tripura Municipal Elections : ভোট দিতে পারছেন না সাধারণ মানুষ, ক্ষোভ বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মনের

শুক্রবার শীর্ষ আদালতের কাছে যে আবেদন ঘাসফুল শিবিরের তরফে জমা পড়েছে, সেখানেও একই বিষয় উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ত্রিপুরা প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে ব্যর্থ হয়েছে ৷ তাই ওই নির্বাচনের গণনা পিছিয়ে দেওয়া হোক ৷ আর আদালতের নজরদারিতে একটি কমিটি গঠন করে তদন্ত শুরু হোক (TMC Seek court-monitored probe panel) ৷

যদিও তৃণমূলের এই অভিযোগে মানতে নারাজ বিজেপি ৷ তাদের দাবি, ত্রিপুরার মানুষ অবাধেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ৷ তৃণমূল হেরে গিয়েছে ৷ সেই কারণেই জনগণের সহানুভূতি টানার চেষ্টা করছে ৷

আরও পড়ুন : Mamata informs Modi about Tripura Violence : ত্রিপুরায় হিংসার বিষয় মোদিকে জানালেন মমতা

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে 81.52 শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায় ৷ ভোটদানের প্রক্রিয়া চলেছে প্রায় রাত সাড়ে 9টা পর্যন্ত ৷ আগামী 28 নভেম্বর ভোট গণনা হবে ৷

2018 সালে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসে ৷ তার পর এই প্রথম ওই রাজ্যে পৌর নির্বাচন হচ্ছে ৷ শাসক হিসেবে বিজেপিও এই প্রথম পৌরভোটে অংশ নিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.