ETV Bharat / bharat

Santanu Sen : তৃণমূল কংগ্রেস সাংসদদের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদ চলবে; প্রতিক্রিয়া শান্তনুর

author img

By

Published : Jul 23, 2021, 11:47 AM IST

Updated : Jul 23, 2021, 2:21 PM IST

TMC MP Santanu Sen suspended from parliament session day after he snatched Pegasus statement from IT minister
পেগাসাস বিতর্কে উত্তাল রাজ্যসভা, বরখাস্ত তৃণমূল সাংসদ শান্তনু সেন

পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে উত্তাল রাজ্যসভা ৷ বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Shantanu Sen) ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

নয়াদিল্লি, 23 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে উত্তাল রাজ্যসভা ৷ বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (TMC MP Shantanu Sen) ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ঠিক কী ? বৃহস্পতিবার তা জানতে চেয়েছিলেন বিরোধীরা ৷ চাপের মুখে রাজ্যসভায় এ নিয়ে বিবৃতি পাঠ করতে শুরু করেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (IT Minister Ashwini Vaishnaw) ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ তারপর সেই কাগজ ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেন তিনি ৷ এরপর সমস্ত বিরোধী দলের সাংসদরা দল বেঁধে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তুমুল শোরগোলের কারণে সে দিনের মতো সভার কাজ মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্য়ান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh) ৷

আরও পড়ুন: তৃণমূলের প্রতিবাদে তপ্ত সংসদ, রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়লেন শান্তনু

এরপরই শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয় কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে আজ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার নেতা পীযূশ গোয়েল, উপনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ ৷ শুক্রবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবিতে প্রস্তাব পেশ করেন ভি মুরলীধরণ ৷ তাতে সম্মতি দিয়ে গোটা বাদল অধিবেশন থেকে শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, "শান্তনু সেন, অনুগ্রহ করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান ৷ কক্ষের কাজ হতে দিন ৷" এরপর গতকালের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দেওয়ার সময় তুমুল হই-হট্টগোলের জেরে বেলা 12টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷

শান্তনু সেনকে সাসপেন্ড করার পরই এই নিয়ে সরব হয় তৃণমূল । কুণাল ঘোষ বলেন, "আসলে সবটাই নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে । শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করে নিলেন তাঁর কাছে কল রেকর্ড রয়েছে । পেগাসাসের সত্যতা যিনি স্বীকার করলেন, তার বেলায় তদন্ত হল না । আর যিনি প্রতিবাদ করছেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে । এভাবে তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ করা যাবে না । আগামী দিনে এই প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হবে ।"

একই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন । তিনি বলেন, "এভাবে তৃণমূল কংগ্রেস সাংসদদের কণ্ঠরোধ করা যাবে না । আমাদের প্রতিবাদ চলবে । আরও একবার প্রমাণিত হল বিজেপি সরকার সত্যের মুখোমুখি হতে চায় না । বরং সত্য উদ্ঘাটনের চেষ্টা হলে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়।"

পেগাসাস কাণ্ডে উত্তাল রাজ্যসভা, সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

বৃহস্পতিবারই এই ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ দীর্ঘ সময় পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের বদলে সশরীরে বৈঠকে যোগ দেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), ডেরেক ও ব্রায়েনরা (Derek O'Brien) ৷ উপস্থিত ছিলেন শান্তনু সেনও ৷ এই বৈঠকেই পেগাসাস ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেতারা ৷ তাঁরা বলেন, পেগাসাস একটা বিদেশি স্পাই সফটওয়্য়ার ৷ যদি সত্যিই ভারতীয় নাগরিকদের নজরদারিতে এই সফটওয়্য়ার ব্যবহার করা হয়, তবে তার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে ৷ কিন্তু এই ঘটনা সত্যি হলে তা দেশের নিরাপত্তা, দেশবাসীর নিরাপত্তা, ব্যক্তিস্বাধীনতা-সহ নানা ক্ষেত্রেই বিপজ্জনক ৷ এটি একটি জাতীয় ইস্যু ৷ যার জবাব দেশের মানুষের কাছে দিতেই হবে ৷

তৃণমূলের দাবি, গোটা ঘটনায় অবিলম্বে নিজেদের অবস্থান স্পষ্ট করুন মোদি সরকার (Modi Government) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদে দাঁড়িয়ে এ নিয়ে নিজেদের বিবৃতি দিন ৷ এখানে অন্য কারও বিবৃতিই যথেষ্ট নয় ৷ শুক্রবারই সংসদের অধিবেশনে এসে এই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করুন তাঁরা ৷ তা না হলে আগামী 13 অগাস্ট পর্যন্ত (13 অগাস্ট পর্যন্তই সংসদের বাদল অধিবেশন চলবে) তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে পেগাসাস নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে পশ্চিমবঙ্গের শাসকদল ৷

Last Updated :Jul 23, 2021, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.