ETV Bharat / bharat

Pegasus Spyware : তৃণমূলের প্রতিবাদে তপ্ত সংসদ, রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়লেন শান্তনু

author img

By

Published : Jul 22, 2021, 4:55 PM IST

Updated : Jul 22, 2021, 8:29 PM IST

পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে বৃহস্পতিবার উত্তাপ বাড়ল সংসদের উচ্চকক্ষে ৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (IT Minister Ashwini Vaishnaw) বিবৃতি পাঠের সময়েই কাগজ ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ অন্যান্য বিরোধী দলের সাংসদদের সঙ্গে নিয়ে ওয়েলে নেমে দেখালেন বিক্ষোভ ৷

TMC MPs tear papers as Vaishnaw reads statement in Rajya Sabha on Pegasus Spyware snooping
Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদ

নয়াদিল্লি, 22 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে উত্তাল রাজ্যসভা ৷ গোটা ঘটনায় এককাট্টা বিরোধীরা ৷ মোদি সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূল কংগ্রেসের ৷ খোদ মন্ত্রীর হাত থেকেই বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ শান্তনু সেনের (TMC MP Shantanu Sen) বিরুদ্ধে ৷ ঘটনার জেরে শান্তনুকে সাসপেন্ড করা হতে পারে বলে দাবি সূত্রের ৷ যদিও সরকারের এই পদক্ষেপ নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল নেতৃত্ব ৷ তাদের পাল্টা দাবি, পেগাসাস নিয়ে অবস্থান আগে স্পষ্ট করুক কেন্দ্র ৷ সংসদে এসে বিবৃতি দিয়ে যান প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷

TMC MPs tear papers as Vaishnaw reads statement in Rajya Sabha on Pegasus Spyware snooping
সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতারা ৷

পেগাসাস কাণ্ড নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে উত্তেজনা ছড়ায় সংসদের দুই কক্ষে ৷ দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷ পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ঠিক কী ? তা জানতে চান বিরোধীরা ৷ চাপের মুখ রাজ্যসভায় এ নিয়ে বিবৃতি পাঠ করতে শুরু করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (IT Minister Ashwini Vaishnaw) ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নেন শান্তনু ৷ তারপর সেই কাগজ ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেন তিনি ৷ এরপর সমস্ত বিরোধী দলের সাংসদরা দল বেঁধে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এই ঘটনার পরই এদিনের মতো সভার কাজ মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্য়ান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh) ৷

আরও পড়ুন : Pegasus Spyware : ফ্রান্সের উপর নজরদারি মরক্কোর ? তদন্তের নির্দেশ ফরাসি প্রেসিডেন্টের

অন্যদিকে, এই ঘটনার পর এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের প্রতিনিধিরা ৷ দীর্ঘ সময় পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের বদলে সশরীরে বৈঠকে যোগ দেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), ডেরেক ও’ব্রায়েনরা (Derek O'Brien) ৷ উপস্থিত ছিলেন শান্তনুও ৷ এই বৈঠকেই পেগাসাস ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেতারা ৷ তাঁদের সাফ কথা, পেগাসাস একটা বিদেশি স্পাই সফটওয়্য়ার ৷ যদি সত্যিই ভারতীয় নাগরিকদের নজরদারিতে এই সফটওয়্য়ার ব্যবহার করা হয়, তবে তার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে ৷ কিন্তু এই ঘটনা সত্যি হলে তা দেশের নিরাপত্তা, দেশবাসীর নিরাপত্তা, ব্যক্তিস্বাধীনতা-সহ নানা ক্ষেত্রেই বিপজ্জনক ৷ এটি একটি জাতীয় ইস্যু ৷ যার জবাব দেশের মানুষের কাছে দিতেই হবে ৷

তৃণমূলের দাবি, গোটা ঘটনায় অবিলম্বে নিজেদের অবস্থান স্পষ্ট করুন মোদি সরকার (Modi Government) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদে দাঁড়িয়ে এ নিয়ে নিজেদের বিবৃতি দিন ৷ এখানে অন্য কারও বিবৃতিই যথেষ্ট নয় ৷ শুক্রবারই সংসদের অধিবেশনে এসে এই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করুন কেন্দ্রীয় সরকারের এই দুই প্রধান পাত্র ৷ তা না হলে আগামী 13 অগাস্ট পর্যন্ত (13 অগাস্ট পর্যন্তই সংসদের বাদল অধিবেশন চলবে) তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে পেগাসাস নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে পশ্চিমবঙ্গের শাসকদল ৷ অর্থাৎ সব মিলিয়ে পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে যতটা সম্ভব চাপে রাখারই কৌশল নিল তারা ৷

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

প্রসঙ্গত, বুধবারের পর এদিনও নবান্নে পেগাসাস নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বুধবার একুশের জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে মোদি সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি ৷ সওয়াল করেছেন দেশব্যাপী মোদি তথা বিজেপিবিরোধী মঞ্চ তৈরির ৷ পেগাসাস ইস্যুতে প্রতিবাদের প্রশ্নে এদিন যেভাবে বাকিদের পিছনে ফেলে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের নেতা ও সাংসদরা, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বস্তুত, এদিন শান্তনু যা করেছেন, তাতে গোটা দেশের নজর নিজেদের দিকে কেড়ে নিতে সফল হয়েছে তৃণমূল ৷ চব্বিশের লোকসভা ভোটের আগে এমন ঘটনা যত ঘটবে, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁদের দলের প্রাসঙ্গিকতা ও গুরুত্বও ততই বাড়বে ৷

এদিকে, এদিনের ঘটনার জেরে শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনার কথা ভাবছে বিজেপি ৷ অন্তত এমনটাই দাবি সূত্রের ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে সুখেন্দুশেখর জানান, তাঁরা গোটা বিষয়টির দিকে নজর রাখছেন ৷ অবস্থা বুঝেই পদক্ষেপ করা হবে ৷

Last Updated :Jul 22, 2021, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.