ETV Bharat / bharat

Opposition Meet in Patna: বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ করায় রবিশঙ্করকে নিশানা সৌগত ও গৌরবের

author img

By

Published : Jun 19, 2023, 2:12 PM IST

Opposition Meet in Patna
Opposition Meet in Patna

লোকসভা ভোটের আগে বিরোধীদের বৈঠক কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ৷ সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূলের সৌগত রায় ও কংগ্রেসের গৌরব বল্লভ ৷

কলকাতা, 19 জুন: আগামী 23 জুন বিহারের পটনায় বসতে চলেছে বিরোধীদের বৈঠক ৷ সেই বৈঠক নিয়ে রবিবার কটাক্ষ করেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ ৷ তা নিয়ে গেরুয়া শিবিরের এই সাংসদকে পালটা নিশানা করেছেন তৃণমূলের সৌগত রায় ও কংগ্রেসের গৌরব বল্লভ ৷ তাঁরা দু’জনেই রবিশঙ্করের মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন ৷

আর বছরখানেক পরই লোকসভার নির্বাচন ৷ সেই ভোটে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে তৎপর বিজেপি বিরোধী দলগুলি ৷ সেই কারণে বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি করতে আগামী 23 জুন পটনায় বৈঠক বসছে ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক হেভিওয়েট রাজনৈতিক নেতারা যেমন উপস্থিত থাকবেন, তেমনই থাকার কথা কংগ্রেসের রাহুল গান্ধিরও ৷

সেই বৈঠক নিয়ে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তুলেছেন যে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন ? তাঁর কটাক্ষ, এই বিরোধীদের মধ্যে সবসময় ঝগড়া হয় । এটা ক্ষমতার জন্য স্বার্থপরদের জোট । যেহেতু তারা একা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাই তারা একসঙ্গে হওয়ার চেষ্টা করছে ৷ তাঁর আরও দাবি, ভারতীয়রা এখন স্থায়ী সরকার চান ৷ এমন সরকার চান না যেখানে একগুচ্ছ নেতা একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন ৷

এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, ‘‘রবিশঙ্কর প্রসাদ যা বলেছেন তার কোনও গুরুত্ব নেই । তাঁর নিজের দল তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছে । 23 তারিখ পাটনায় বিরোধীদের বৈঠক হচ্ছে মোদির বিকল্প পথ খুঁজে বের করতে । মোদির সরকার স্বার্থপর, সাম্প্রদায়িক, সংকীর্ণমনা এবং আদানির উপর নির্ভরশীল ।’’

  • #WATCH | "What Ravi Shankar Prasad says has no importance. His own party had dropped him from the ministry. The Opposition meet in Patna on the 23rd is to find out a way to provide an alternative to Modi. Modi's govt has been selfish, communal, narrow-minded and dependent on… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/anfnjqwaqZ

    — ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে কংগ্রেসের গৌরব বল্লভ বলেন, ‘‘রবিশঙ্কর প্রসাদ, আপনি যত খুশি চেষ্টা করুন, কিন্তু আপনি আর ক্যাবিনেটের অংশ হতে পারবেন না ।’’ তাঁর দাবি, বিরোধীরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী খোঁজার চেয়েও জনগণের সমস্যা ও একটি অভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করতে চায় ৷ সেই কারণে ওই বৈঠক ডাকা হয়েছে ৷ পাশাপাশি বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে রবিশঙ্কর যাতে এখনই উতলা না হন, সেই কটাক্ষও করেছেন গৌরব ৷

  • #WATCH | Congress' Gourav Vallabh says, "Ravi Shankar Prasad, you may try as much as you want but you won't become a part of the cabinet again. As far as our (PM) face is concerned, our meeting would focus on discussion on people's issues, common issues and common agenda. We will… https://t.co/kS8Dk6qltk pic.twitter.com/ynsMRFUVgo

    — ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশ ভাঙার কারিগর ! রাহুলের জন্মদিনে বিশেষ 'উপহার' বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.