ETV Bharat / bharat

Derek o'Brien: সাসপেনশনের প্রস্তাবের উপর হয়নি ভোটাভুটি, রাজ্যসভার অধিবেশনে থাকছেন ডেরেক

author img

By

Published : Aug 8, 2023, 4:35 PM IST

Updated : Aug 8, 2023, 5:06 PM IST

ETV Bharat
ডেরেক ও ব্রায়েন

মঙ্গলবার সকালে রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ পরে নাটকীয়ভাবে তাঁকে আবার অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷

নয়াদিল্লি, 8 অগস্ট: তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েনের সাসপেনশন ঘিরে মঙ্গলবার একপ্রস্থ নাটকের সাক্ষী থাকল রাজ্যসভা ৷ এদিন অধিবেশন শুরুর কিছু পরেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা ৷ চেয়ারের অবমাননা করা হচ্ছে এই অভিযোগ তুলে এদিন ডেরেককে রাজ্যসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ কিন্তু পরে আবার জানা যায়, ডেরেকের বরখাস্তের নির্দেশ এদিন কার্যকর হয়নি ৷ এই প্রসঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড় জানিয়েছেন, ডেরেককে সাসপেন্ড করার জন্য যে প্রাস্তব আনা হয়েছিল, সেটির উপর ভোটাভুটি হয়নি, তাই রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে আর বাধা নেই ডেরেকের ৷

  • UPDATE: Derek O'Brien was not suspended from Rajya Sabha as voting on motion to suspend him did not take place. pic.twitter.com/OsfQ9S7Ik5

    — Press Trust of India (@PTI_News) August 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরআগে, মঙ্গলবার অসংসদীয় আচরণের অভিযোগে ডেরেককে রাজ্যসভা থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেন চেয়ারম্যান গজদীপ ধনকড় ৷ বিজেপির আনা প্রাস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন তিনি ৷ তার আগে ডেরেকের সঙ্গে ধনকড়ের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় ৷ বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি সাংসদদের সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের কথা কাটাকাটিও হয় ৷

এবার বাদল অধিবেশনের শুরু থেকেই রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার দাবি তুলে সরব হয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন ৷ বিরোধী ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদদের সঙ্গে ডেরেকও দাবি তুলেছিলেন সংসদীয় কার্যবিধির 267 ধারায় বাকি সমস্ত আলোচনা মুলতুবি রেখে মণিপুর নিয়ে আলোচনা করতে হবে ৷ এদিনও ফের সেই দাবি তোলেন ডেরেক ৷ তারপরেই উত্তপ্ত হতে শুরু করে রাজ্যসভার অধিবেশন ৷

আরও পড়ুন: 'চেয়ারের অবমাননা করছেন', ডেরেককে সাসপেন্ড করে বললেন চেয়ারম্যান জগদীপ ধনকড়

তবে এদিন ডেরেকের সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল ৷ টুইটারে দলের তরফে লেখা হয়েছে, বিজেপি সবাইকে চুপ করিয়ে রাখার যে নীতি নিয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ডেরেক ৷ দল মাথা নত করবে না ৷ যতদিন না মণিপুরবাসী বিচার পাচ্ছেন ততদিন লড়াই চলবে ৷ অপরদিকে, তৃণমূলের অপর রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল জানিয়েছেন, ডেরেককে সাসপেন্ড করা হয়নি, তাঁকে নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে ৷

Last Updated :Aug 8, 2023, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.